আমি আমার আনন্দে লিখি!!! সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!! ক্যাডাভার কাউন্ট হচ্ছে ক্রমাগত লাশের মিছিল বড় হচ্ছে, দামী পোষাকগুলো পারফিউম রিফিউজ করে রক্ত চাইছে! রক্তের ঘ্রান নয় স্বাদ চাইছে!!! সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!! সমাজপতিরা প্রহসনের বক্তব্য দিচ্ছে চব্বিশ ঘন্টার নাটক চলছে টিভিতে জীবিত অথবা মৃত!! কত হল? কয়টা হল? কেউ হাসল! বলল-আমরা তো নেচেছি! আমরা নেচেছি, গেয়েছি- তোমাদের শোক উদযাপনে… চুয়ান্ন লাখ টাকা দিয়েছি ফূর্তি জায়েজ করেছি!!! সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!! বাতাসে অক্সিজেনের হাহাকার হল ফুলগুলো পানির অভাবে শুকিয়ে গেল গরমে পঁচে দূর্গন্ধ হল! শেষ চিঠিটায় লেখা ছিল -প্রিয় মা তোমাকে ঔষধ কিনে দিতে অপারগতা! তবু টিভি ক্যামেরাতে হাসিমুখে ওরা বলছিল জী আপা, জী আপা!!! সম্মানিত পোষাকেরা, আমাদের ক্ষমা কর আমরা এখন অর্থ পিপাসায় রক্ত পান করি জন প্রতি দাম দেই বিশ হাজার টাকা! আমাদের তোমরা ক্ষমা কর! সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।