একটা পাথর। তার আশেপাশে আরও অনেকগুলো পাথর। পাথরটার নিচে বালু। অন্য পাথরগুলোর নিচেও বালু। পাথরগুলোর সামনে নদী,পেছনে আকাশ।
নদীতে কোন তল নেই, অতল। নদীতে কোন ঢেউ নেই তাই পানি স্থির। আকাশে কোন মেঘ নেই। আকাশটা এত স্বচ্ছ যে ও পাশের অন্ধকার দেখা যায়। পাথরগুলো ও নদীটাতে আলো প্রতিফলিত না হয়ে শোষিত হয়।
তাই তাদের দেখা যায়না; অনুমান করতে হয়, অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়। অবিশ্বাস করলে অনুমান করা যায় না, অনুভব করা যায় না, দেখা যায় না। পাথরটা মিথ্যা হয়ে যায়। পাথরগুলোর অস্তিত্ব থাকে না। নদীটা মিথ্যা হয়ে যায়।
পাথর আর নদীটা শক্তিহীন হয়ে পড়ে।
আমাদের বিশ্বাস করতে হবে পাথরটা আছে। তার আশেপাশে আরও অনেকগুলি পাথর আছে। পাথরগুলোর সামনে নদী, পেছনে আকাশ আর নিচে অবস্থান করছে বালু।
নিশ্চয়ই বিশ্বাসীরা জয়ী হয়।
আমরা যদি বিশ্বাস করি তবে নদীতে অস্থিরতার সৃষ্টি হবে।
আমরা যদি বিশ্বাস করি তবে পাথরটা সত্যি হবে। নিশ্চয়ই বিশ্বাসীরা জয়ী হয় এবং বিশ্বাস পাথর কে সত্যি করে।
আমরা কখনই সীমা লঙ্ঘন করতে পারবোনা। তাই আমাদের আরো গভীরে বিশ্বাস স্থাপন করতে হবে।
কিন্তু ছাড়পত্র ব্যতীত আমরা অসীমকে অতিক্রম করতে পারব না তাই আমাদের বিশ্বাস করতে হবে। আর তখনি পাথরটা নড়ে উঠবে। কারণ আমরা বিশ্বাস করেছি।
পাথরটা নড়ে উঠলে মৃদু শব্দ হবে। আমরা শব্দের সাথে পরিচিত হব যেমন হয়েছিলাম আলোর সাথে।
তিনি শব্দ করলেন , বললেন হয়ে যাও। আর তখনি সবকিছুর শুরু হল।
তার অন্তরে ছিল বিশ্বাস। তাই তিনি হলেন স্রস্টা আর বাকিরা সৃষ্টি।
বিশ্বাস স্রস্টা ও সৃষ্টির পার্থক্য তৈরি করল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।