আমাদের কথা খুঁজে নিন

   

দিয়েছি ডুব তোমাতে--কবি পথিক

শরতের আকাশে মেঘ নেই , সব চলে গেছে দূর পরবাসে , অনেক দূরে অভিমানী মেঘেরা । সবার চোঁখে মুখে বিষাদের গোর এপার-ওপার, জীবন স্রোতে পারাবার প্রশ্ন করে জনে জনে কেন এত বিষাদ আকাশের মত কেন নয় এত পরিষ্কার। যথাযথ প্রশ্নের উওর পায়নি কখনো হয়তো দিয়েছে উওর গাছ. পাখি বা ফুটপাতের দুধ সাঁদা বিড়াল ওদের মৌলিক ভাষা জানা নেই আমার তাই হয়তো, উওর খুজে পাইনি আমি। বহমান নদীর মত নারী একে বেঁকে চলে দিয়েছি ডুব তোমাতে, তাতে নিজের অস্তিত্ব খুজে পাইনি বলে নিজের আদি সত্তায় আবার ভর করেছে বিষাদের পর বিষাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.