আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ : সেই যুদ্ধাপরাধী ত্রিদিব রায় অবশেষে পাকিস্তানেই সমাহিত হচ্ছে আজ

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে... অবশেষে জয় হলো ব্লগারদেরই। কারণ ওই দাবি নিয়ে প্রধানত সোচ্চার ছিলেন ব্লগাররাই। তারাই আন্দোলনকে করেছেন ইন্টারনেটজুড়ে, বিভিন্ন মাধ্যমকে আশ্রয় করে। তারাই আবার রাজপথেও দাঁড়িয়েছিলেন প্রতিবাদ জানাতে। যাকে নিয়ে অনলাইনজগৎ প্রতিবাদমুখর, সেই ঘৃণ্য যুদ্ধাপরাধী ৫০তম চাকমা রাজা ত্রিদিব রায় গত ১৭ সেপ্টেম্বর ৭৯ বছর বয়সে মারা গিয়েছিলেন তার স্বপ্নভূমি পাকিস্তানের ইসলামাবাদে।

সেই পাকিস্তানি দালালের লাশ ৩০ লাখ শহীদের রক্তস্নাত এই বাংলাদেশের মাটিতে নিয়ে আসার জন্য কম চেষ্টা হয়নি। বঙ্গভবনে কদিন আগে অনুষ্ঠিত পাবর্ত্য অঞ্চলের হেডম্যানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই এ ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছিলেন বলে খবর বেরিয়েছে। অথচ এই লোক তার সারাজীবনই বাংলাদেশকে ঘৃণা করে এসেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ তার কাছে ছিল শ্রেফ ভারত-পাকিস্তান যুদ্ধ, পাকিস্তানে থেকেও নানাভাবে নানা কৌশলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখতে ভূমিকা পালন করেছেন, মৃত্যুর পরও সেই লোকের স্থান কিভাবে হয় এই বাংলাদেশে - এই প্রশ্নে সোচ্চার ছিলেন ব্লগাররা, অনলাইন অ্যাকটিভিস্টরা। শেষ পর্যন্ত জয় তাদেরই হলো। ত্রিদিব রায়ের ছেলে বর্তমান চাকমা সার্কেলপ্রধান ব্যারিস্টার দেবাশীষ রায় ফেসবুকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আজ ২৭ সেপ্টেম্বর ত্রিদিব রায়ের শেষকৃত্যানুষ্ঠান শেষ পর্যন্ত হতে যাচ্ছে পাকিস্তানের ইসলামাবাদেই।

তার পুরো স্ট্যাটাসটিই তুলে দিচ্ছি এখানে- Devasish Roy-Wangza CREMATION CEREMONY FOR THE 50TH CHAKMA RAJA, THE LATE RAJA TRIDIV ROY The Chakma Raj family wishes to thank all concerned institutions, organizations, agencies, peoples, groups and individuals (Jummas, Bangalis and others) – governmental and non-governmental – for their expression of support, offers of cooperation, and goodwill, in relation to the cremation of the remains of the 50th Chakma Raja, Raja Tridiv Roy, in Rangamati, Chittagong Hill Tracts (CHT). Despite such a cooperative atmosphere, and the expressed desire of friends, relatives and well-wishers from different parts of the CHT and other parts of Bangladesh, to participate in the cremation ceremony and/or otherwise pay their last respects to the memory of the departed Raja, the family, including the late Raja’s children who live abroad, in consultation with senior leaders of the CHT and other well-wishers from different parts of Bangladesh and elsewhere, have decided that the cremati... on ceremony takes place on Thursday, 27 September, 2012, in Islamabad, Pakistan, where the late Raja lived and passed away. The decision is primarily based on the desire to perform the last rites in a peaceful and dignified manner, without any let or hindrance. The cremation and other pre-cremation and post-cremation rites and rituals will be conducted in the presence of a Theravada Buddhist monk (bhikkhu), who will chant the customary Pali sutras. Efforts will also be made to perform as many of the ancient and relevant Chakma and Buddhist rites, as are possible in the circumstances. The Satdinya/Dhormokam will be observed within the remises of the Rajbari, Rangamati grounds in the customary manner, on Thursday, 4 October, 2012. Peace, Goodwill and Metta to All. May all sentient beings be happy. Chakma Raj Family 26 September, 2012 ফেসবুকের স্ক্রিনশট পাবেন এখানে। অতঃপর বিজয়ের অভিনন্দন গ্রহণ করুন প্রিয় হে ব্লগার! আর এবার তুমি শান্তিতে ঘুমোতে পারো প্রিয় বাংলাদেশ। সংযুক্তি ● যুদ্ধাপরাধীর জঞ্জাল নিয়ে সরকারের বিস্ময়কর উৎসাহ, কিন্তু ক্ষমা নাই ত্রিদিব রায়! ● দেশে আসছে না রাজাকার ত্রিদিব রায়ের লাশ, আমরা সফল! ● রাজাকার ত্রিদিব রায়ের লাশ বাংলাদেশে আনার বিরুদ্ধে পাদুকা প্রতিবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.