স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে । আমি নইতো রুপকথার রাজকুমার ,নইতো কোন রাজা । নাইতো আমার উজির নাজির কিংবা অনেক প্রজা । নাইতো আমার হীরের মুকুট ,ময়ূর সিংহাসন , কিন্তু একটা রানী আছে ,আছে একটা মন । মনোরাজ্যে সিংহাসনে আমার পাশে সে বসা , তাকে নিয়ে রাজ্য আমার ,অনেক ভালবাসা । সে থাকে আমার বুকে ঠিক মধ্যখানে , সেখান থেকেই চালায় জাদু ,নিকটে তার টানে । আমার চোখে তাকে নিয়ে স্বপ্ন আছে শত , সেই স্বপ্ন যেন কোন রাজ্য জয়ের মত । চাইনা আমি মুকুট কিংবা ময়ুর সিংহাসন , তাকে পেতে তৈরী আমি লড়তে হাজার রণ । তাকে নিয়ে থাকব আমি আমার রাজ্যদেশে , থাকব দুজন একই সাথে গভীর ভালবেসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।