আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতিরা বিচারের উর্দ্ধে, তারা কি ফেরেশতা?

একজন বিচারপতির বিরুদ্ধে কোন একটি জাতীয় পত্রিকার সম্পাদক নানান অভিযোগ দায়ের করেছেন একটি পত্রে। তার সাথে উক্ত বিচারকের কি কি ঝামেলা আছে তা জানার দরকার নেই আমাদের, সমস্যাটা হলো বিষয়টা নিয়ে আইনমন্ত্রী যা বললেন তা নিয়ে। আইনমন্ত্রী যা বলেছেন, যে কেউ চাইলেই কোন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না। এটা করলে তা হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ। আমার প্রশ্ন হলো, তাহলে কি বিচারপতিরা বিচারের উর্দ্ধে, তারা কি ফেরেশতা? রাষ্ট্রের মালিক জনগণ ক্ষুব্ধ হলে যে কোন ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হলেই বরং বেরিয়ে আসবে অভিযোগগুলোর ভিত্তি আছে কি নেই। মন্ত্রীর বক্তব্য জনগণের প্রতিনিধির মতন হলো না, হলো বিচারপতির ঘনিষ্টের ভাষায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।