আজ যুগান্তরের একটি নিউজে চোখ আটকে গেল। আইটি বিশ্ব পাতায় একটি লেখায় দেখলাম বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সামুকে পেছনে ফেলেছে টেকটিউন। সাথে এলেক্সা র্যাংকিং দিয়ে দিয়েছে। টেক টিউন এখন ১১ নম্বরে আর আমাদের সামু ১৩ নম্বরে।
এটি নিয়ে আমাদের আপত্তি নেই।
কথা হল সামু কি তার জনপ্রিয়তা হারাচ্ছে নাকি টেকটিউন বেশি জনপ্রিয় হচ্ছে ?
যদি সামু জনপ্রিয়তা হারায় বলে মনে হয় আপনাদের তবে আমার কাছে এর একটি কারন আছে। সেটি হল নতুন সামু। মানে নিউ ভার্সন অফ সামু।
এটি অনেকের কাছে ভাল লাগে না। ব্লগ যদি কেউ না পডে তবে ব্লগে লিখে কি হবে।
এমন অনেক প্রশ্ন থাকতে পারে।
একথা বলার পর পালটা যুক্তি - উলটা পালটা কেন লিখবে মানুষ।
আরে ভাই, এখানে তো সবাই প্রো লেখক না যে মানসম্মত লিখবে। তাই নির্বাচিত পোস্ট নামে ডিস্ক্রিমিনেশন করা উচিত বলে মনে করি না।
আমি খবরটি দিয়ে দিলাম।
বিচারের দায়িত্ব আপনাদের -
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।