আমাদের কথা খুঁজে নিন

   

সামরিক বাজেট হলো পরকীয়া: লতিফ সিদ্দিকী

নতুন বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে সংসদে আজ মঙ্গলবারের অধিবেশনের শুরুতেই। এতে অনেকটা প্রাণবন্ত হয় সংসদ। তবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগও উঠে আসে আলোচনায়।
বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাজেট আলোচনা বাদ দিয়ে ক্ষমতাসীনেরা বেশি সময় ব্যয় করছে সরকারের তোয়াজ করাতে। সরকারি দলও বিরোধী দলের সমালোচনার জবাব দেয়।


জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ দফায় দফায় তর্ক করেন সাংসদেরা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অনুপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সূচনা করেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘বাজেট হলো নিবন্ধিত দাম্পত্য ক্রিয়া।

আর সামরিক বাজেট হলো পরকীয়া। ’
পাটমন্ত্রী সংসদে বলেন, সংসদ নির্বাচনে তিনি আর অংশ নেবেন না। সাংসদ হিসেবে এটাই তাঁর শেষ বক্তব্য। তবে শেখ হাসিনা দলীয় রাজনীতিতে যেভাবে তাঁকে চান, সেভাবেই কাজ করবেন তিনি।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘বিরোধী দল দেশে উন্নয়ন দেখতে পান না।

কীভাবে দেখবেন, উনারা তো দেশের ভারী শিল্পগুলো সব বন্ধ করেছেন। খাম্বা মাটিতে শুইয়ে রেখেছেন। ’ তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, এই বাজেট লুটপাটের বাজেট। উনি (খালেদা জিয়া) মনে করেন, উনি যা ভাবেন, সবাই তা-ই বোঝেন। খালেদা জিয়া লুটপাট করেছেন।

তার দুই সন্তান আর দলের লোকজন লুটপাট করেছেন। উনি ভাবেন, সবাই লুটপাট করে খাবেন। ’
দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মন্নুজান সুফিয়ান বলেন, বিরোধী দলের এক সদস্য বলেছেন, গরিব আরও গরিব হচ্ছে। মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে। তিনি বলেন, ‘আমি বলতে চাই, আপনারা তো ঢাকা শহরে থাকেন।

বুকে হাত দিয়ে বলেন তো, গ্রাম থেকে কজন কাজের লোক আনতে পারেন। ’ তাঁর এসব বক্তব্যের সময় সংসদে দুই দলের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা যায়।
এর আগে বিএনপির হাফিজুর রহমান প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন। তিনি বলেন, বাজেট হলো সামষ্টিক অর্থনীতির চিত্র। দেশের অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবাই বলছে বাজেট বাস্তবায়িত হবে না।

৫৫ হাজার কোটি টাকার ঘাটতি কোথা থেকে পূরণ হবে। কোটি কোটি টাকার ঘাটতি কোথা থেকে আসবে। ব্যাংক থেকে টাকা নিলে সেখানে তারল্য ঘাটতি হবে। বাজেটে শুভংকরের ফাঁকি রয়েছে।
হাফিজুর রহমান পাটমন্ত্রীর সমালোচনা করেন।

বলেন, ‘চাষির ঘরে হাজার হাজার মণ পাট পড়ে আছে। এ বিষয়ে মন্ত্রী কিছু বললেন না। পাট রপ্তানি বিষয়ে কিছু বললেন না। ’ তিনি এর আগে সরকারি দলের সদস্যের ৩০ মিনিটের বক্তব্যকে ‘সরকারের তোয়াজ’ উল্লেখ করে তিনি তার সমালোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাফিজুর রহমান বলেন, ‘মন্ত্রী নিজেই চাকরি বিধি লঙ্ঘন করেছেন।

চাকরিবিধি ভেঙে তাঁর নেতৃত্বে জনতার মঞ্চে এসেছিল সরকারি কর্মকর্তারা। আবার তিনিই আইন শেখাচ্ছেন। ’
জাসদের জিকরুল আহমেদ বলেন, বিরোধীদলীয় নেতা ৫ মে হেফাজতের পাশে ঢাকাবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি বলব, এর মাধ্যমে প্রমাণ হলো বিএনপি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। ’
বিএনপির হারুনুর রশিদ বলেন, প্রস্তাবিত বাজেট বিশাল অঙ্কের ঘাটতি বাজেট।

এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। তিনি আরও বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে সরকারের নিজস্ব লোকেরা জড়িত। এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে। কোনো লাভ হয়নি। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের দুই ব্যক্তির জন্য ঢাকাকে দুই ভাগে ভাগ করা হলো।

চারজন থাকলে চার ভাগ করা হতো।
হারুনুর রশিদ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া প্রসঙ্গে বলেন, ফকিরাপুল, লোহারপুল, কাঠেরপুল, ইন্টারপোল কোনো পুল দিয়ে তারেক রহমানকে ধরা যাবে না।
আওয়ামী লীগের এম এ মান্নান বলেন, ‘বিএনপির দোসর জামায়াত গতকাল যা করেছে তা আপনারা (বিএনপি) দেখেছেন। আমি আশা করব এসব দেখে আপনারা দোসরদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করবেন। তারপর আপনারা-আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তুলব।


আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘অনেকে বলছেন বাজেট হচ্ছে বিগ “বিউটিফুল বেলুন”। ঠিক এটি বিউটিফুল, বিউটিফুল বোয়িং প্লেনের ইঞ্জিন। ’
বিএনপি-দলীয় সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, ‘আগামী নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে পুতুল খেলা চলছে। সকালে বলা হচ্ছে যেকোনো স্থানে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে। বিকালে বলা হচ্ছে সংবিধান অনুসারে নির্বাচন হবে।


আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ-দলীয় সাংসদ এম ইদ্রিস আলী, এম এ মান্নান, এনামুল হক প্রমুখ। অধিবেশন আগামীকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.