যার নাম GT Text। সফটওয়্যারটি ফ্রীওয়ার তাই Crack/patch এর দরকার নেই। সফটওয়্যারটি এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিন (৩৬৮KB)। এটি ডাউনলোড কমপ্লিট হলে ডাবল ক্লিক করে ওপেন করুন। GT Text সফটওয়্যারের সেটাপ ফাইলটি স্ট্যান্ড অ্যালোন সেটাপ ফাইল না তাই এটিকে ইন্সটল দেয়ার জন্যে আপনার কম্পিউটারটিকে নেটের সাথে কানেক্টেড থাকতে হবে।
অর্থাৎ সফটওয়্যারটি সরাসরি নেট থেকে সেটাপ নিবে। নেট থেকে ৫MB মত ডাটা নিবে।
সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে। ইন্সটল করে নিন।
সফটওয়্যারটির ব্যবহারবিধি একটি টিউটোরিয়াল এনিমেটেড ইমেজেসহ নিচে দেয়া আছে, দেখলেই সব বুঝে যাবেন।
তারপরেও বুঝার সুবিধার্থে একটু বিস্তারিত বলি। ইন্সটল শেষে দেখুন "GT Text" নামে একটি শর্টকাট আইকোন ডেক্সটপে চলে এসেছে। এটিতে ডাবল ক্লিক করলে আপনি যে ইমেজটি থেকে টেক্সট কপি করতে চান তার লোকেশন জানতে চাইবে। ইমেজটি কোথাই আছে সিলেক্ট করার আগে আপনার ইমেজটি কি ফরম্যাটে আছে তা সিলেক্ট করে দিতে হবে। ফাইল নেম টেক্সট বারের ডান পাশে দেখুন একটি ড্রপ ডাউন মেনু আছে।
এটাতে ক্লিক করে আপনরা ইমেজটি JPEG/JPG/GIF/BMP//PNG এগুলোর মধ্যে যে টাইপের ফরম্যাটে আছে তা সেট করে দিন। ইমেজের ফরম্যাট না সেট করলে আপনার ইমেজ কিন্তু এই সফটওয়্যারটি রিড করতে পারবে না। এরপর আপনার কাঙ্কিত ইমেজটি সিলেক্ট করে দিয়ে কিবোর্ডের Control+F বাটনটি অথবা Tools এ ক্লিক করে Copy text form থেকে Full image অপশনটিতে ক্লিক করুন। একটু পরেই দেখুন একটা ডায়ালোগ বক্স এসে ইমেজটিতে যে টেক্সট আছে তা শো করছে। এই ডায়ালোগ বক্সে যে যে টেক্সট গুলো সফটওয়্যারটি সাকসেসফুলি কপি করেছে তা শো করবে।
যদি দেখেন যে সব টেক্সট ঠিকমত কপি হয়নি তাহলে Try Again বাটনটিতে ক্লিক করুন। যদিও প্রথম বারেই সব টেক্সট ঠিক মত কপি করে ফেলে। সব ঠিক থাকলে Continue বাটনে ক্লিক করুন। Continue বাটনে ক্লিক করলে ইমেজের কপি কৃত সব টেক্সট আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে এবার টেক্সট গুলো আপনার যেখানে ইচ্ছা Paste করে নিন। কাজ শেষ।
নিচে একটি টিঊটোরিয়াল দেয়া আছে। দেখে নিন...
উপরের টিউটোরিয়াল এনিমেটেড ইমেজটি ১.০৯ মিনিটের এবং সাইজ ১.৮৪MB। কমপ্লিট লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
উপরের ইমেজটিতে আমি একটি CV এর স্ক্যানকৃত ইমেজের একাংশের টেক্সট কপি করে দেখিয়েছি।
বিদ্রঃ ১)এই সফটওয়্যারটি শুধু মাত্র ইংরেজি টেক্সট কপি করতে পারে।
২) টেক্সট গুলো কতটা নিখুত ভাবে কপি হবে তা ইমেজের উপরে লেখাগুলো কি অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করে।
৩) সব ধরনের ইমেজের টেক্সটই কপি হয় কিন্তু ব্যাক গ্রাউন্ড সাদা এবং টেক্সট কালার কালো এই টাইপের ইমেজের টেক্সট সব থেকে ভালো রিড করতে পারে।
(#) সবার মনে এখন একটা প্রশ্ন জাগতে পারে ইমেজের টেক্সট কপি করা এটা আবার কিভাবে সম্ভব?? হ্যা এটা আসলেই অসম্ভব কিন্তু সফটওয়্যারটি আসলে ডিরেক্ট টেক্সট কপি করেনা। এটা জাস্ট ইমেজের উপরে থাকা লেখার পিক্সেল সাইজ ডিটেক্ট করে টেক্সটটি অনুমান করে নির্বাচন করে যে টেক্সটটি আসলে কি। অর্থাৎ এটি জাস্ট টেক্সটের আকার নির্বাচন করার পর সফটওয়্যারটির মেমরিতে থাকা টেক্সট এর সাথে মিলিয়ে দেখে।
যেগুলা মিলে যাই সেগুলোই সফটওয়্যারটি শো করে। ইমেজের টেক্সট কপি করার এটাই হচ্ছে গুপ্ত যাদু । আর এটা বাংলা টেক্সট কপি করতে পারেনা কারন সফটওয়্যারটির মেমোরিতে বাংলা টেক্সট দেয়া নেই। তাই এই টেক্সট গুলো সে চিনতে পারেনা। অচিরেই বাংলা টেক্সট কপি করার পদ্ধতিটিও চলে আসবে।
ধন্যবাদ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।