তৈরি পোশাক শিল্পে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও জার্মান সরকার। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীরা যেন তৈরি পোশাক শিল্পে নিজেদের কর্মসংস্থান করতে পারে সে লক্ষ্যে কাজ করবে ২ দেশ। আর এ উদ্যোগে কারিগরি সহায়তা দেবে জার্মান ডেভেলপমেন্ট করপোরেশন।
প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে মূল ধারায় আনার লক্ষ্যে গত শনিবার গুলশানের জার্মান হাউসে অনুষ্ঠিত হয় ডিজেবিলিট ওরিয়েটেশন ট্রেনিং ফর ট্রেনারস। এ প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেয় যৌথভাবে সিবিএম এবং প্রমোশন অফ সোস্যাল অ্যান্ড এনভায়রনমন্টাল স্টান্ডার্ড ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইএসআই)।
জার্মান ডেভেলপমেন্ট করপোরেশন কারিগরি সহায়তা প্রদান করে। একদিনের কর্মশালায় ২৯ জনের অধিক অংশগ্রহণ করে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অবহেলা না করে তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ১১ জন প্রতিবন্ধীকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি পোশাকশিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে আরও অনেক প্রতিবন্ধীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থার করা হবে বলে জানা গেছে।
এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য 'প্রশিক্ষক প্রশিক্ষণ'। প্রশিক্ষকরা যেন প্রতিবন্ধীদের কারিগরি সহযোগিতা দিতে পারেন। মূলত নারী প্রতিবন্ধীরা প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে গার্মেন্টস সেক্টরে চাকরির সুযোগ পেতে পারে। কর্মশালায় অনুষ্ঠান সূচি আলোচনা ও বাস্তবতার মাধ্যমে ট্রেইনারদের মূল্যবার্তা বোঝাতে সক্ষম হয়। কর্মশালায় প্রথমপর্বে শুরু হয় বর্তমান প্রতিবন্ধীদের অবস্থা নিয়ে।
কিভাবে প্রতিবন্ধীরা সামাজিকভাবে সুবিধাবঞ্চিত হয় তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নারী প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও সামাজিক ভাবে পরিত্যক্ত হয়। কর্মশালায় বলা হয়, তৈরি পোশাকশিল্প সেক্টরের কিছু কাজের স্থান চিহ্নিত হয়েছে যেখানে নারী প্রতিবন্ধীরা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পেতে পারে। কর্মশালার শেষপর্বে তুলে ধরা হয় কি উপায়ে কর্মস্থানে নারী প্রতিবন্ধীরাও এগিয়ে যেতে পারে। যেমন ফ্যাক্টরিতে বড় লিফটের ব্যবস্থা থাকলে তারা হুইল চেয়ার নিয়ে কর্মস্থলে আসতে পারে।
প্রতিবন্ধীদের সামাজিকভাবে গ্রহণ ও তাদের সামাজিক অধিকার রক্ষার জন্য তাদের সাহায্য করতে হবে যেন তারাও আমাদের সঙ্গেই বসবাস করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।