আমাদের কথা খুঁজে নিন

   

ESPN এর সংকীর্ণতা না কি বর্ণবাদী আচরন ??

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য। স্পোর্টস চ্যানেল বা ওয়েবসাইট সবার আগে যে নামটি আসে তা ইএসপিএন। পৃথিবীজুড়ে অগনিত ক্রিড়াভক্তের পছন্দ ইএসপিএন। এবারের টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে ইএসপিএন এর আয়োজন "Fantasy World T20 2012 Cricket" হতাশ করেছে অগনিত ক্রিকেটপ্রেমীকে। যে সব দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে তাদেরও বেশীর ভাগই এই আয়োজনের সাবসিডিয়রী হিসাবে রাখা হয়েছে।

এটা কি ইএসপিএন এর সংকীর্ণতা না কি বর্ণবাদী চিন্তা-ভাবনা??? প্রাইজ বর্ণবাদী বলতে পারছিনা কারন ইন্ডিয়াকে সুয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইএসপিএন ঢাকা'কে ইন্ডিয়ার শহর বলে উল্লেখ করেছিল তখন এই বল্গেরই কয়েকজন ব্লগার ইমেইল এ অভিয়োগ করেছিলেন ইএসপিএন কর্তৃপক্ষকে। এবার তারা বাংলাদেশ, শ্রিলঙ্কা ও পাকিস্তান'কে উপমহাদেশ ই্নডয়া হিসাবে গন্য করছে না তো ? ভাববার সুযোগ আছে। যদিও পুরুষ্কারের অংক খুব বেশী নই বিশেষ করে বাংলাদেশে (যেখানে চার হাজার কোটি টাকা কিছুই না)এই অংক পানির দর তবুও মুলস্রোতে না থাকার কষ্ট নিশ্চয় পাবেন অন্যান্য অংশগ্রহণকারীরা। বহুল প্রচারিত এবং জনপ্রিয় একটি স্পোর্টস চ্যানেল যদি ক্রিড়ামোদীদের এভাবে বিভক্ত করেন সেটা অত্যান্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।