ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া
বিশ্বের আধুনিকতম দেশ থেকে শুরু করে দরিদ্রতম দেশ পর্যন্ত সর্বত্রই বিচিত্র সব কুসংস্কারের প্রচলন রয়েছে। আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে বহু যুক্তিহীন ভ্রান্ত ধারণা বা বিশ্বাসের প্রচলন রয়েছে যেগুলোকে কুসংস্কার বলা যায়। চলুন এরকম আরও কিছু কুসংস্কার সম্পর্কে জেনে নিই।
*ছোট বাচ্চাদের হাতে লোহা পরালে ভূত-জিনে ধরবে না।
*রুমাল, ছাতা, হাতঘড়ি ইত্যাদি কাউকে ধারস্বরূপ দেওয়া যাবে না।
*হোঁচট খেয়ে পড়ে গেলে দুর্ভোগ আছে।
*হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে।
*নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ।
*তিন রাস্তার মোড়ে বসতে নেই।
*স্বামীর নাম বলা যাবে না এতে অমঙ্গল হয়।
*বাছুরের গলায় জুতার টুকরা ঝুলালে কারও কুদৃষ্টি থেকে বাঁচা যায়।
*খাবার সময় যদি কারও ঢেঁকুর আসে বা মাথার তালুতে উঠে যায়, তখন একজন আরেকজনকে বলে তোকে যেন কেউ স্মরণ করছে বা বলা হয় তোকে গালি দিচ্ছে।
কিাক ডাকলে বিপদ আসবে।
*শুকুন ডাকলে মানুষ মারা যাবে।
*পেঁচা ডাকলে বিপদ আসবে।
*দুজনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকির আওয়াজ শোনা যায়, তখন একজন অন্যজনকে বলে উঠে 'তোর কথা সত্য, টিকটিকি ঠিক ঠিক বলেছে। '
*একজন অন্যজনের মাথায় টোকা খেলে দ্বিতীয় বার টোকা দিতে হবে, একবার টোকা খাওয়া যাবে না। নতুবা মাথায় ব্যথা হবে/শিং উঠবে।
*ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নেই।
*নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন থাকতে হবে।
*পাতিলের মধ্যে খাবার খেলে মেয়ে সন্তান হবে।
*পোড়া খাবার খেলে সাঁতার শিখবে। *রকমারি ডেস্ক
সরসঃ বিডিপ্রতিদিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।