রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি ও করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।”
বিএনপি প্রধান খালেদা জিয়া শনিবার বিকালে মতিঝিলের শাপলা চত্বর থেকে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীকে ৪৮ ঘন্টার সময় দেন। দাবি পূরণ না হলে সরকারের পরিণতি ‘ভয়াবহ’ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪৮ ঘণ্টার সময়সীমার পর কী কর্মসূচি দেয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এরপর ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।