বুকের ভেতর আগুন জ্বালাও সব মনোযোগ ভেঙে,ভেঙে সব পাঠ পূথিবীর পিছে রেখে অন্ধকারে মায়াবী নীড় কেড়ে নিল মন তারা এক;শুন্য মহাকাশের জ্বলজ্বলে তারা সে,রেখে আর সব তারাদের তারে দেখি শুধু। মহাকাল স্থির,ভেঙে গেছে পূথিবীর রৌদ্র কোলাহল থেমে গেছে সব গান,নেই ঢেউ,থমথমে পুকুরের জল ক্লান্ত সকলেই।রিক্ত আধারে আমি আর সেই তারা,একরাশ ব্যাথা ভারে, 'ক্লান্ত তুমি?শুন্য তুমি?' প্রশ্ন করে মনে পড়ে হ্রদয় গঙগা তূষ্ঋার্ত মরুভূমি, কিছু নেই, কিছু নেই,কি দেব তোমায়? আমার সর্বস্ব কেড়ে নিয়েছে ব্ল্যাক হোলস জাগতিক সুখ-দুখ আর সব অগণিত রোলস।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।