লোকে বলে স্বপ্ন জোছনা বিহার, জোছনা কনা রাত্রি উজাড় ! আমি বলি এ বেলা চৈত্র বিহার, স্বপ্নে ছুরি চোখে আঁধার ! প্রথম পর্বে পাঁচটি ভালবাসার গল্প অর্থাৎ রোম্যান্টিক মুভির কথা বলেছি ।
ভালোবাসার গল্পের তো কোন শেষ নেই। ভালো লাগা রোম্যান্টিক মুভিরও শেষ নেই !
প্রথম পর্বের মতো এই পর্বে আরও পাঁচটি মুভির কথা বলবো ।
A Moment To Remember
এই মুভিটি সম্পর্কে অনুভুতি প্রকাশ করার মতো নয় । এটি আপনি শুধুই অনুভব করতে পারবেন ।
আসলে কিছু জিনিসতো শুধুই অনুভব করার জন্যে তাইনা !
তবে এটা বলা যায় A Moment To Remember আমার সবচেয়ে প্রিয় রোম্যান্টিক মুভি ।
আমি বলবো এই মুভিটি আপনাকে কাঁদিয়েই ছাড়বে । আর কাঁদতে হয়তো আপনার ভালোই লাগবে !
এটি এমন একটি মুভি যা হয়তো আপনার বারবার দেখতে ইচ্ছে করবে কাঁদার জন্যে।
এতে আপনি বুঝবেন ভালবাসা আসলে কি ।
আসলে এই মুভি সম্পর্কে বলার মতো ভাষা আমার জানা নেই।
Cheol-soo আর Su-jin এর ভালবাসা আপনাকে নিয়ে যাবে অনুভুতির অন্য এক জগতে । আপনি তাদের সাথে হাসবেন, হারিয়ে যাবেন তাদের ভালোবাসায় আবার আপনি ওদের সাথেই কাঁদবেন ।
A Moment To Remember নিয়ে আমার আর কিছুই বলার নেই।
এই মুভি নিয়ে লিখতে বসে এখন আমার মুভিটা আবারো দেখতে ইচ্ছে করছে !
IMDB রেটিং - ৮.২
আমার ব্যক্তিগত রেটিং - ৮.৫
50 First Dates
Adam Sandler এবং Drew Barrymore অভিনীত রোম্যান্টিক কমেডি মুভি '50 First Dates'
মনে করুন একজনের সাথে আপনার পরিচয় হল এবং তাকে আপনার ভালো লেগে গেলো । এবং পরদিন আপনি দেখলেন সে আর আপনাকে চেনেনা ! কি করবেন আপনি ?
মুভির গল্পটা অনেকটা এমন -
Henry Roth এর সাথে একটি রেস্টুরেন্ট এ একদিন পরিচয় হয় Lucy Whitmore এর।
তাদের অনেক কথা হয়, দুজনেরই ভালো লেগে যায় দুজনকে। এবং তারা ঠিক করে পরদিন ঠিক একই সময়ে একই জায়গায় দেখা করবে।
পরদিন Henry আবার ঐ রেস্টুরেন্ট এ যায় । কিন্তু সে দেখে Lucy তাকে চিনতে পারছে না । আগের দিনের কথা তার একদমই মনে নেই !
পরে সে জানতে পারে একটি দুর্ঘটনায় Lucy মাথায় আঘাত পাবার ফলে তার ব্রেইন কোন নতুন স্মৃতি ধারন করতে পারেনা।
দুর্ঘটনার আগের সব কথা মনে আছে কিন্তু পরের কিছুই তার মনে থাকে না। ঐ দিন ছিল তার বাবার জন্মদিন । আর তাই প্রতিদিন Lucy ঘুম থেকে উঠে মনে করে আজ তার বাবার জন্মদিন !
এখন এই অবস্থায় কি করবে Henry ?
অনেক মজার এবং সুন্দর একটি ভালোবাসার গল্প এই মুভিটি ।
Adam Sandler যেকোনো ধরনের কমেডি চরিত্রের জন্যে একদম পারফেক্ট একজন অভিনেতা । আর Drew Barrymore একদম পিচ্চিকাল থেকে আমার অনেক প্রিয় !
IMDB রেটিং - ৬.৮
আমার ব্যক্তিগত রেটিং - ৭.৫
Atonement
ছোট্ট একটা ভুল কিভাবে দুটি সুন্দর জীবন এবং অনেক গুলো সুন্দর স্বপ্ন নষ্ট করে দিতে পারে তা দেখানো হয়েছে Atonement মুভিটিতে।
Robbie Turner ( James McAvoy ) এবং Cecilia Tallis ( Keira Knightley ) একসাথেই ছোট থেকে বড় হয়েছে । তাদের দুজনের প্রতি দুজনেরই দুর্বলতা আছে । Robbie একটি চিঠি লিখে Cecilia কে । এবং সেই চিঠি Cecilia কে দেবার জন্যে দেয় Cecilia র ছোট বোন Briony কে । Briony সেই চিঠি Cecilia দেয়ার আগে নিজে পড়ে ফেলে।
এবং এতে Robbie র প্রতি তার মনে ভুল ধারনা জন্মে। তার মনে হতে থাকে Robbie খুব খারাপ এবং সে Cecilia র ক্ষতি করতে চায়।
সেই রাতে একটি দুর্ঘটনা ঘটে । এবং সেই দুর্ঘটনার জন্যে Briony কোন কিছু না বুঝেই Robbie কে দায়ি করে। এর ফলে Robbie কে জেলে যেতে হয় ।
চেয়েচেয়ে দেখা ছাড়া Cecilia র কিছুই করার থাকেনা ।
এর মধ্যেই কয়েক বছর কেটে যায় । Cecilia তার বাড়ি ছেড়ে চলে আসে এবং অপেক্ষা করতে থাকে Robbie র জন্যে ।
সময়টা ছিল প্রথম বিশ্ব যুদ্ধের । Robbie জেল থেকে ছাড়া পেয়ে যুদ্ধে যেতে বাধ্য হয়।
তার পর শুরু হয় দুজনের অপেক্ষার পালা । কবে শেষ হবে যুদ্ধ? কবে তারা আবার এক হবে ?
Briony ও একসময় তার ভুল বুঝতে পারে এবং সেও অপেক্ষা করে Robbie র ফিরে আসার !
অসাধারণ একটা মুভি। মুভির শেষ টাও খুব ভালো হয়েছে ।
২০০৭ এ ৬ টি অস্কার নমিনেশন পায় মুভিটি এবং মিউজিক এর জন্যে অস্কার যেতে। মুভিটির সিনেমাটোগ্রাফি এবং স্ক্রিনপ্লে অসাধারণ।
প্রায় প্রতিটি দৃশ্যই ভালো লাগে ।
অভিনয়ের কথা বলতে গেলে Keira Knightley এবং James McAvoy দারুন করেছে ।
এই মুভিটি সম্পর্কে এতো বেশি কথা বলার কারন - আমার মনে হয় এই অসাধারণ মুভিটি অনেকেই দেখেননি ।
IMDB রেটিং - ৭.৮
আমার ব্যক্তিগত রেটিং - ৮.৩
Up in the Air
আমার অন্যতম একজন প্রিয় অভিনেতা George Clooney অভিনীত অসাধারণ এক রোম্যান্টিক ড্রামা Up in the Air.
ঠিক প্রচলিত রোম্যান্টিক মুভি বলতে যা বোঝায় তা এই মুভি নয়। তারপরও আমি বলবো এই মুভিতে আপনি খুব সুন্দর এক ভালোবাসার গল্প খুজে পাবেন।
Ryan Bingham ( George Clooney ) তাঁর জীবনের অনেকটা সময় কাটিয়েছেন আকাশে । তার কাজটাই এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়ানো । তিনি নিজেই বেছে নিয়েছেন এই জীবন। তার কাছে জীবন মানেই ছুটে বেড়ানো। সম্পূর্ণ নিঃসঙ্গ জীবন তার এবং এটা নিয়ে তার মনে কোন খেদ নেই ।
ভালবাসা তারকাছে একটা অর্থহীন ব্যাপার।
কিন্তু আসলেই কি তাই ?
ভালবাসা যে কোন অর্থহীন কোন কিছু না সেটা কি সে কোনদিনও বুঝতে পারবেনা ?
বুঝতে পারলেও কি করবে সে ?
সব প্রশ্নের উত্তর আছে মুভিটিতে ।
অস্কারে ৬ টি নমিনেশন পাওয়া এই মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে ।
IMDB রেটিং - ৭.৬
আমার ব্যক্তিগত রেটিং - ৮
Titanic
রোম্যান্টিক মুভি নিয়ে কোন লেখায় Titanic এর নাম থাকবেনা এমনটা হতেই পারেনা । তাই এবারের মুভি Titanic .
এটি এমন একটি মুভি যা সবার দেখা হয়ে গেছে ।
তাই Titanic নিয়ে আমার বেশি কিছু বলার নাই ।
Jack এবং Rose এর ভালোবাসার গল্প Titanic .
এই মুভি দেখে Kate Winslet এর প্রেমে পড়েনাই এমন ছেলে খুব কম আছে ।
James Cameron এর রেকর্ড সংখ্যক অস্কার জেতা এই মুভি নিয়ে নতুন করে বলার কিছুই নাই ।
Titanic মুভিটি থেকে আমার সবচেয়ে বড় পাওয়া সেই অসাধারণ গানটি !
এই একটি গান যে কতবার শুনেছি এবং এখনও শুনি তার হিসেব নেই।
IMDB রেটিং - ৭.৬
আমার ব্যক্তিগত রেটিং - ৮
২য় পর্ব সমাপ্ত
কয়েকটি ভালোবাসার গল্প ( রোম্যান্টিক মুভি রিভিউ ) - প্রথম পর্ব
কয়েকটি ভালোবাসার গল্প ( রোম্যান্টিক মুভি রিভিউ ) - ৩য় পর্ব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।