আমাদের কথা খুঁজে নিন

   

মোডারেটর কি তাহলে কাল রাত নীরবে সব দেখেছে , , কিছু স্ক্রিনশট দেখুন

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে রাতে হঠাৎ করেই চোখে পড়ল দাঁড়িপাল্লার পোস্টটি , , প্রথমে একবার খুলে দেখি কার্টুন আর পড়ে দেখিনি , , কিন্তু রাত ১ টার দিক দেখি সামুতে ক্যাচালের গন্ধ পাচ্ছি , , এর পর থেকে রাত ৪:৩০ টা পর্যন্ত সামুতে ছিলাম , কিন্তু সেই পর্যন্ত মোডারেটরদের কোন পদক্ষেপ দেখলাম না । এর মাঝে বেশ কিছু ব্যাপার খটকা লাগলো , , নিচের স্ক্রিনশট গুলো দেখুন , সুচিন্তিত মতবাদ দিন , দয়া করে গালাগালি করবেন না । এই খানে দেখুন , রাত ১১ :১০ , দাঁড়িপাল্লার পোস্ট প্রসব করেছে । এইখানে দেখুন , নির্বাচিত পোষ্টের তালিকা । এখানে যেই পোস্টটি প্রথমে রয়েছে টা পোস্ট করা হয়েছিল রাত ১১ :৫৮ , , অর্থাৎ এটি নির্বাচিত হয়েছে রাত ১২ টার পর ।

যেহেতু নির্বাচিত হয়েছে , মোডারেটর এটি সহ আগের সব গুলো পোস্টই খুলে পড়েছে , নির্বাচিত পোস্ট সিলেকশনের জন্য , অর্থাৎ দাঁড়িপাল্লার পোস্টটি ও পড়েছে , কিন্তু থেকেছে নীরব >> আচ্ছা ভালো , এরপর রাত ৪ :৩০ পর্যন্ত আমি নিজেই টানা সামুতে ছিলাম । রাত ৩ টা পর্যন্ত আর নির্বাচিত পোষ্টের তালিকা আপডেট করা হয়নি । অনেকেই মনে করেছেন , মডু ঘুমাচ্ছে । এই দিকে সামুতে আগুন লেগেছে । গালাগালি পোস্টে শেষ অবস্থা ।

কিন্তু না , মডু জেগে , ছিল তখনও , নীরবে দেখছে সব কিছু , , দাঁড়িপাল্লাকে পুঁজি করে হয়তো ফাঁদ পেতেছে , , দাঁড়িপাল্লাকে তো ব্যান করবেই , সাথে আর কারা গালাগালি করে , তাদের ও ব্যান করার ফাঁদ এর পরের নির্বাচিত পোস্ট আপডেট দেখুন , , এটি করা হয়েছে , রাত ৩ টার পর । হঠাৎ করে দেখি , নির্বাচিত পোস্ট আপডেট হয়েছে , , আশার আলো দেখলাম । এই বার হয়তো মডু অ্যাকশন নিবে , কিন্তু না খবর নাই , , তালিকায় একটি পোস্ট যুক্ত হল , , আবার কিছুক্ষন পর নির্বাচিত পোস্ট তালিকা আপডেট হল । অর্থাৎ , মোডারেটর পুরো সময়তা জুড়ে সামুতে ছিল এটাই কি প্রমাণ হয় না । যদি তাই হয়ে থাকে , তীব্র নিন্দা রইলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.