বাংলাদেশের অন্যতম বৃহৎ বাংলা ব্লগ "সামু" তে গতকাল একটি প্রমান সহ একজন চোর কে শনাক্ত করে "সামু"র কাছে আমি ও আরও অনেক ভালো ভালো ব্লগার রিপোর্ট করেছিলাম ,যেটি ছিল- (Click This Link)।) কিন্তু এর পরেও 'সামু' র মোডারেটর এর কোন কার্যকর পদক্ষেপ নিতে আমরা এখনও দেখেনি। তার মানে হলো "সামু"তে মোডারেটর বলে কিছু নেই। যেটি আছে সেটি লোক দেখানো ভুয়া মোডারেটর! কেউ কোন অপরাধ করলে তা নিয়ে "সামু'তে প্রতিবাদ করলেও কোন লাভ হবে না। এতে বরং নিজের এনার্জি নষ্ট করা ছাড়া আর কোন কিছু নয়। এমন করে যদি "সামু" চলতে থাকে তাহলে এখানে কেউ কোন লিখা পোস্ট করে নিরাপদ ন্য,তার সেই লিখা যে কেউ চাইলে চুরি করে নিজের নামে বারবার চালিয়ে দিলেও কোন দোষ হবে না। এই যদি হয় 'সামু'র অবস্থা তাহলে আমি নিশ্চিত যে আগামীতে 'সামু' তাঁর জনপ্রিয়তা হারাবে। রিপোর্ট করে এখন আমার নিজের কাছেই লজ্জা লাগছে যে আমাদের প্রতিবাদের কোন মূল্য নেই।এক চোর একাই একশো! তার বিরুদ্ধে কিছু বলাও যাবেনা কিছু করাও যাবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।