আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চের লাঠি মিছিল

রোববার দুপুর ১২টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ থেকে লাঠি মিছিল বের হয়। প্রায় শ’ দেড়েক ছাত্র-জনতা এতে অংশ নেন।
তবে হেফাজতের ঢাকা অবরোধের দিনে গণজাগরণ মঞ্চের এই মিছিলে অংশ না নিয়ে আলাদাভাবে নিজেদের কমর্সূচি পালন করে ছাত্রসংগঠনগুলো।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইমরান সাংবাদিকদের বলেন, “তাদের আলাদা কমর্সূচি রয়েছে। আর লাঠি মিছিল আমাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ।


শনিবার বিকেলে লাঠি মিছিলের এ কমর্সূচি ঘোষণা করেন ইমরান।
রোববার সকাল ১০টায় মিছিল শুরুর কথা থাকলেও শাহবাগে উপস্থিতি কম থাকায় তা শুরু হয় প্রায় দুই ঘণ্টা পর, বেলা ১২টার দিকে।
গণজাগরণ মঞ্চ থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত ঘুরে শাহবাগে এসে রূপসী বাংলা হোটেলের সামনে গিয়ে আবার ফিরে প্রজন্ম চত্বরে ফেরে।
এরপরে শুরু হয় ‘অপশক্তি প্রতিরোধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান’। সারাদিন এ অনুষ্ঠান চলবে।


শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপত্র ‘গণজাগরণ’ এর প্রকাশনা উৎসব হবে বিকাল ৪টায় ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.