যে দেশে শতকরা ৮০ ভাগ মানুষ ধার্মিক গরীব সে দেশে জাতীয় সংসদের শতকরা ৮০ ভাগ সাংসদ ধার্মিক ধনী রজনীতিক কাম শিল্পপতি কেনো। যাদুকর শিল্পিদের যাদু দেখে আমরা ধার্মিক গরীবেরা আর মোহগ্রস্ত হতে পারছি না। ধার্মিক ধনী রজনীতিক কাম শিল্পপতিদের যাদুতে আমরা ধার্মিক গরীবেরা নায়িকা সেলিব্রেটিদের নগ্নতা কল্পনা করেও ঘুমাতে পারছিনা,পেটে খুদা। আমরা অনুভব করতে শুরু করেছি দ্বীন দুনিয়ার মালিক আল্লাহ,সকল সম্পদের মালিক আল্লাহ তাহলে ধার্মিক ধনী রজনীতিক কাম শিল্পপতিরা কেনো সকল সম্পদ এবং ক্ষমতা ভোগ করবেন। সম্পদ ক্ষমতা সমান হলে নিশ্চয়ই পরকালে সকলের জবাবদিহিতা সমান এবং সহজ হবে।
তাই ভোটের আগে আমরা ধার্মিক গরীবেরা রাষ্ট্র ও চলমান সরকারের কাছে আবেদন করছি জাতীয় সংসদ নির্বাচনে আইন করুন শতকরা ৮০ ভাগ প্রার্থী ধার্মিক গরীব হতে হবে,যারা সাংসদ নির্বাচিত হবেন তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেনা। যারা বেশী টাকার মালিক হতে চান তারা টাকার মালিক হবেন সাংসদ হতে পারবেন না। যারা ইতিমধ্যে ৩০ লক্ষ টাকার চেয়ে অনেক বেশী টাকার মালিক হয়েছেন তারা সংসদ নির্বাচনে প্রাথী হতে চাইলে ৩০ লক্ষ টাকার অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আইন করুন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে,দরিদ্র হলেই দরিদ্রের যন্ত্রনা অনুভব করা যায়। আপনারা অনুমতি দিন এবং দেশব্যাপী প্রচার শুরু করুন সংসদ নির্বাচনে প্রাথী দরিদ্র না হলে ধার্মিক গরীবেরা ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেবেননা।
ধার্মিক ধনী রজনীতিক কাম শিল্পপতিদের কাছে আবেদন করছি আপনারা জনগনকে বলুন সম্পদ ক্ষমতা সমান হলে নিশ্চয়ই পরকালে সকলের জবাবদিহিতা সমান এবং সহজ হবে। তারপরও আপনারা পাহাড় পরিমান সম্পদ আকড়ে ধরে রাখতে চাইলে আমরা ধার্মিক গরীবেরা বলতে বাধ্য হবো আপনারা ধনী রজনীতিক কাম শিল্পপতি আপনারাই অধার্মিক এবং নাস্তিক। আপনারা ধনী রজনীতিক কাম শিল্পপতি আপনারাই অধর্ম আর ধর্মকে ব্যবহার করে পাহাড় পরিমান টাকা সম্পদ আকড়ে ধরে তা দিয়ে রাজপ্রাসাদ,লাগামহীন ভোগবিলাসী বিলাসী জীবন,মেয়ের হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর লক্ষ লক্ষ টাকা,নাইট ক্লাব ও বেশ্যার খরচ লক্ষ লক্ষ টাকা অন্যদিকে ধার্মিক গরীবের অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তার জীবন,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এ তো মানুষ মানবাধিকার সভ্যতা হতে পারে না। আপনারা ধনী রজনীতিক কাম শিল্পপতি আপনারা বলুন ”মানুষ মানবাধিকার সভ্যতা মানে-- নামাযে পুজায় প্রার্থনায় গরীব লেখপড়া কম জানা ধার্মিক,ধনী শিক্ষিত ধার্মিক যেমন এক কাতারে দাড়িয়ে বসে নামায পুজা প্রার্থনা করেন তেমনি একই কাতারে একই রকম ঘরে থাকা, একই রকম খানা খাওয়া, একই রকম মানের লেখাপড়া, একই মানের চিকিৎসা”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।