ধর্ম এবং নগ্নতাকে বাজারজাত করে আমাদের ধার্মিক ধনী মালিকেরা অগাধ ধন সম্পদ লুটপাট ভোগ বিলাস করছেন।
একদিকে সকল ধর্মের বিভিন্ন ধর্মীয় সভা মাহফিলের মাধ্যমে আমাদের দরিদ্রদেরকে পরকালে সুখের আশায় দারীদ্রতাকে ঘুম পাড়চ্ছেন পাপের শাস্তির ভয় দেখিয়েছেন দেখাচ্ছেন যাতে দরিদ্ররা দারিদ্রতার বিরুদ্ধে প্রতিবাদ না করে বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করুক এবং মায়ের পায়ের নীচে স্বামীর পায়ের নীচে স্বর্গ খুজুক, পরকালে সুখের আশায় মরুক। অন্যদিকে আভিজাত্য অহংকার খরচের প্রতিযোগীতা নামী দামী গাড়ী সোনা দানা হীরা মুক্তা যহরতের ঝলসানী স্বল্প পোশকে দ্রুত তালে কোমর দুলানী, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত বিশাল জনগোষ্ঠীদের দারীদ্রতাকে ঘুম পাড়াতে নামী দামী নায়িকা ও সেলিব্রেটিদের লাইভশোতে বুক ও পেটের কাপড় সরিয়ে নাচাচ্ছে,নগ্নতা,যৌনতা,অধার্মিকতা, ধার্মিকতা কোন কিছু দিয়েই দারিদ্রতাকে ঘুমিয়ে রাখতে পারছে না। আমাদের দেশে ও নগ্নতা,যৌনতা,অধার্মিকতা, ধার্মিকতা কোন কিছু দিয়েই দারিদ্রতাকে ঘুমিয়ে রাখা যাচ্ছে না। বহুকামিতার সুখে বিভোর আর ধর্মীয় মুল্যোবোধে জীবন যাপন ভিন্ন হলেও আমরা একসাথে চালাচ্ছি।
মসজিদ,মন্দির,প্যাগোডা,গির্জা সবই আছে,আবার আছে বেশ্যালয় ও ভাসমান পতিতা। মসজিদের দেওয়ালের পাশে বিউটি পার্লারের ডিজিটাল সাইনবোর্ড,মসজিদের ১০০ গজের মধ্যে বৃটিশ আমল থেকে বহমান বেশ্যালয় যা এখন আরোও বড় করে চলমাান।
রাজনীতি জনগণের জন্য হলে,দেশের কল্যানের জন্য হলে,আপনারা জনগণের কাছে বলুন তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে,অর্ন্তবর্তীকলীন র্নিদলীয় সরকারের অধীনে নির্বাচন হলে,রাজাকারের ফাসি হলে, ১৩ দফা দাবী বাস্তবায়ন হলে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। সকল ধর্মের বিভিন্ন ধর্মীয় সভা মাহফিলের মাধ্যমে বলুন আমাদের ধার্মিক ধনীদের যে পরিমান ধন সম্পদ আছে তা দিয়ে ইহকালেই সকল ধার্মিক গরীবদের ঈমান ইবাদত রক্ষা করে নিরাপদ স্বাস্থ্যকর সুখী সাচ্ছন্দ্য জীবন হতে পারে। সকলের সমান সম্পদ থাকলে, ঈমান ইবাদত সঠিক থাকলে পরকলে সম্পদের হিসাব সকলেই দিতে পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।