আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় ফেইসবুক পেজের ভন্ডামি (+যেভাবে সহজেই আপনি হ্যাকিং এর স্বীকার হতে পারেন )

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি ছবিটা দেখেন তো ! কি বললেন জনাব শুভজিত?উনার মতে জিমেইল আইডি ছাড়া এফ বিতে লগ ইন করা সম্ভব না । তাই উনি উনার পাসওয়ার্ডটা দিয়ে দিলেন এমন একটি পেইজে যারা ঠিক মত অ্যান্সার বানান করতে পারে না। কিন্তু আসলেই কি তাই?না মোটেও না । যেকারো আইডি তে লগ ইন করা যাবে কোন মেইল আইডি ছাড়াই । অনেকেই হয়ত জানেন , এই পোস্ট তাদের জন্য না ।

তবে যারা জানেন না,তাদের তো জানা দরকার । এবার একটু এই ছবিটা দেখেন । এখানে https://www.facebook.com/ এর পর যেই অংশটুকু থাকে বাকি তাই আপনার ফেইসবুক আইডি । এটা আমার আইডি তাই আমার নাম দেখাচ্ছে । এটা ব্যবহার করে আপনি ফেইসবুকে লগ ইন করতে পারবেন কোন মেইল আইডি ছাড়া।

যেকেউ আপনার প্রোফাইলে ক্লিক করলে জেনে যাবে আপনার ফেইসবুক আইডি । এমনকি আপনার ফ্রেন্ড না হয়েও এটা তারা করতে পারবে। কাজেই পেইজগুলা এমন কোন পোস্ট দিলে ভুলেও পাসওয়ার্ড দিয়ে বসবেন না । বরং ঐ পেইজে তাৎক্ষনিক ভাবে ভন্ডামির শাস্তি স্বরূপ একটা আনলাইক মেরে দিবেন । রিপোর্ট করলে আরো ভাল ।

এখন আসা যাক অন্য কথায় । আমরা সবাই জানি হ্যাকিং করা যায় কি লগার আর ফিশিং এর সাহায্যে । কিন্তু যেই জিনিসটা আমরা(বেশিরভাগের কথা বলছি। আপনি জানলে ভাল,এই পোস্ট আপনার জন্য না । ) জানি না সেইটা হল সিকিউরিটি কোয়েসচেন এর মাধ্যমেও হ্যাক করা সম্ভব ।

(সবসময় না,তবে বেশিরভাগ সময়ই আপনার অসতর্কতার সুযোগ নিতে কিন্তু হ্যকাররা ওত পেতে থাকে। ) সাধারণ সিকিউরিটি কোয়েসচেন এর সাধারণ উত্তর দিয়েছেন তো মরেছেন । তখন কান্না করলেও লাভ হবে না । যেভাবে সিকিউরিটি কোয়েসচেন এর মাধ্যমে হ্যাকিং হয় তার প্রথম ধাপেই হ্যাকার রা আপনার আইডি জেনে নিবে আপনার প্রোফাইল থেকে । ধরা যাক আপনার আইডির আগে পরে অনেক কিছু আছে,সেইটা কখনোই কোন হ্যাকারের জন্য সমস্যা না ।

প্রথমে তারা ফেইসবুকের হোম পেজে গিয়ে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করবে। তারপর তারা পুরো ইউ আর এল টাই বসিয়ে দিবে (নিচেরটার মত একটি ইমেজের শুন্যস্থানে), যদিও এই ইমেজে শুধু আইডি ব্যবহার করা হয়েছে,তবে ইউ আর এল এও কাজ হবে । সার্চ বাটনে চাপ দেবার পর কাঙ্খিত আইডি আসবে । তা হতে পারে এরকম , (সময়ের অভাবে সুন্দর ইমেজ দেখাতে না পারার জন্য দুঃখিত ) নিচে বাম পাশের নো লঙ্গার এক্সেস টু দিস এ চাপ দিলে দুইটা জিনিস হতে পারে, যদি এমন দেখায় তা হলে আপনি নিরাপদ । আর যদি নিচের ইমেজের মত দেখায়,তাহলে??? এখন হ্যাকাররা ফর্ম ফিলাপ করবে ।

তারপর তারা পাবে একটি সিকিউরিটি কোয়েসচেন । এই কোয়েসচেন এর আনসার জানলেই কেল্লা ফতে । সিকিউরিটি কোয়েসচেন এর অপশন এখানে অল্প তাই আপনি হয়ত নিচের ইমেজের মত সহজ সিকিউরিটি কোয়েসচেন সিলেক্ট করে বিপদে পড়তে পারেন । এর পরেই আসল বিপদ শুরু । যদি আনসার জেনে যায় তাহলে ফেইসবুক হ্যাকার কে ২৪ ঘন্টা সময় দিবে।

এর ভিতর আপনি লগ ইন না করতে পারলে আপনার আইডি শেষ । এর ভিতর লগিন করতে পারলে অবশ্য আপনার কোন সমস্যা নাই,বরং সিকিউরিটি কোয়েসচেন চেঞ্জ করার অপশন পাবেন । তবে নাইলে কিন্তু বিপদ । কাজেই সিকিউরিটি কোয়েসচেন এর ব্যপারে নিশ্চিত হন। নিশ্চিত হতে হলে নিজেকেই নিজের একাউন্ট হ্যাক করতে হবে ।

ভাল থাকবেন । পোস্ট যদি আপনাকে এতটুকুও সাহায্য করে সেটাই আমার জন্য অনেক ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।