ট্রেন চলতে শুরু করেছে। রাজ চলন্ত ট্রেন থেকে হাত বাড়িয়ে দিয়েছে, সিমরানও ছুটতে ছুটতে রাজের হাত ধরার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। সেই জনপ্রিয় দৃশ্য আজও সুপারহিট মানুষের মনে। ১৯৯৫ সালে ইতিহাস গড়েছিল এই ছবিটি। এতোক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কোন ছবির কথা বলছি।
হ্যাঁ, বলছি যশ চোপড়া ব্যানারে শাহরুখ-কাজলের ক্যারিশমাটিক জুটির 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির কথা।
১৯ বছর কেটে গেছে। কিন্তু রোমান্টিক ছবি বললেই প্রথমে মনে এই ছবিটির কথা। অন্তত সমীক্ষা তো তাই বলছে।
ভালোবাসা দিবসের আগে একটি ইংরেজি সংবাদ চ্যানেল জনতার মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক ছবি কী জানতে একটি সমীক্ষা চালিয়েছিল।
তালিকায় কমপক্ষে ৫০টি ছবি রাখা হয়েছিল। যদিও হিন্দি ভাষার ছবির উপরই নজর দেওয়া হয়েছিল। তবে তামিল, মালায়লম, মারাঠী থেকে ইংরেজি, স্প্যানিশ সব ভাষার রোমান্টিক ছবিই এই তালিকায় রাখা হয়েছিল।
আর সেই সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজি)। মোট ৪০.৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছে এই সুপারডুপার হিট ছবিটি।
দ্বিতীয় স্থানে ৮.৪৭ শতাংশ ভোট পেয়ে রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইনসলেট অভিনীত টাইটানিক। জনতার পছন্দের তালিকায় রয়েছে জব উই মেট, ম্যায়নে প্যায়ার কিয়া, কুছ কুছ হোতা হ্যায়, কায়ামত সে কায়ামত তক ছবিগুলোও।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।