আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার আলটিমেটাম ‘প্রত্যাখ্যান’

প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব নাকচ করে দাবি পূরণে বিরোধীদলীয় নেতার সময়সীমা প্রত্যাখ্যান করে রোববার দলের অবস্থান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, “আওয়ামী লীগ আলটিমেটাম কোনো দিন গ্রহণ করে নাই। এবারো গ্রহণ করবে না। ”
“আওয়ামী লীগ হুমকি-ধমকিতে বিশ্বাস করে না” মন্তব্য করে আশরাফ বলেন, “আমি আওয়ামী লীগের পক্ষ থেকে এই আলটিমেটাম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ”
আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে দেশে রাজনৈতিক সঙ্কটের শঙ্কার মধ্যে গত বৃহস্পতিবার শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে সংলাপের প্রস্তাব দেন।


অনির্বাচিতদের হাতে ক্ষমতা না দেয়ার পক্ষপাতি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনকালীন বহুদলীয় সরকার প্রতিষ্ঠার পক্ষেও মত দেন।
তার এই আহ্বান নাকচ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার মতিঝিলের সমাবেশে দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।
সময়সীমার মধ্যে দাবি মানার ঘোষণা না এলে টানা অবস্থান কর্মসূচির ইঙ্গিতও দেন তিনি।
খালেদা জিয়া আলোচনার প্রস্তাব নাকচ করায় হতাশা প্রকাশ করে আশরাফ বলেন, “খালেদা জিয়া যেভাবে হুমকি-ধমকি দিয়েছেন, সেটা কারো কাম্য নয়। ”
আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব দিয়েছেন।

আলোচনায় আসুন।
“বাংলাদেশের মানুষ রক্তক্ষরণ চায় না। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান চায়। ”
সংলাপের আগে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার শর্ত দেয়ার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিরোধীদলীয় নেতাই শর্তহীন আলোচনার কথা বলেছিলেন। ”
বিএনপি হুঁশিয়ারি দিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে তাতে তারা অংশ নেবে না।


বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবি মানছে না বলে অভিযোগ তাদের।  
এই অভিযোগ নাকচ করে আশরাফ বলেন, “বিএনপি ১৯৯৬ সালে একদলীয় নির্বাচন করেছিলো। আওয়ামী লীগ কোনোদিনই একদলীয় নির্বাচন করে নাই। ভবিষ্যতেও করবে না। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।