আমাদের কথা খুঁজে নিন

   

একবার মৃত্যুকে হারাতে চাই

জীবন কী? এই প্রশ্নের উত্তর বোঝার মতো বয়স হয়নি ছেলেটার। দূরন্ত কৈশোর পেরিয়ে যৌবনের দরজায় পা রাখবে কেবল। এই তো, মাত্র মাস তিনেক আগেও বন্ধুদের সঙ্গে দাপিয়ে বেড়াতো কলেজ ক্যাম্পাস। স্কুলের গণ্ডি পেরিয়ে আরও একটু বড় দুনিয়ায় পা রেখেছিলো ও। মায়ের বড় ছেলে।

অনেক আদরের। বাবা থাকেন সৌদি আরবে। ছেলে-মেয়েকে মানুষ করার জন্য খেটে মরছেন দিন-রাত। কতশত স্বপ্ন ছেলে আনাস শাহরিয়ারকে নিয়ে.... হ্যা ছেলেটার নাম আনাস শাহরিয়ার। সতের বছরের আনাসকে নিয়ে পরিবারের সব স্বপ্নই ধূসর হয়ে যাচ্ছে ক্রমশ।

আনাসের শরীরের বাসা বেঁধেছ ক্যান্সার নিম্ফাবিয়া। সঞ্চয়ের সবটুকু দিয়ে কয়েকটা ক্যামোথেরাপি করেছে ওর মা। দুটো বড় অপারেশন হয়েছে। অপারেশনের ক্ষত যেনো কিছুতেই শুকাতে চাচ্ছে না। শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।

আনাস আর ওর পরিবারের শেষ ইচ্ছে, পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকবে সে। সেই ইচ্ছে পূরণের জন্য দরকার মাত্র ১০,০০০০০ টাকা। দশলক্ষ টাকার কাছে কী হার মানবে আনাসের জীবন? আমরা সবাই মিলে কী পারি না, আনাসের পাশে দাঁড়াতে??? বিস্তারিত তথ্য: রোগীর নাম: আনাস শাহরিয়ার বাবা-মা: কামরুল আহসান ও সেলিনা আখতার হসপিটাল: ইবনে সিনা হাসপাতাল, শংকর ক্যাবিন: ২২০ সাহায্য পাঠাতে হবে: সেলিনা আক্তার (আনাসের মা) অ্যাকাউন্ট নাম্বার: ২০৫০১৩১০২০৫৭৬৩৭০২ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরপুর, ঢাকা। For more information please call: 01710526289 , 01818542210. Email: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.