পাক হাইকমিশনারদের একটি দল এরই মধ্যে তাকে দেখতেও গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ডন’।
াসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। এরপর বাইরে এসে জানান, সানাউল্লাহর আঘাত কতটা গুরুতর।
গত শুক্রবার কোট ভালওয়াল জেলে পাকবন্দি সানাউল্লাহর ওপর হামলা চালান খুনের আসামি এক সাবেক সেনা।
প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও পরে তাকে নেয়া হয় চণ্ডীগড়ে।
সর্বশেষ একমেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সানাউল্লা কোমায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে নতুন করে তার স্বাস্থ্যের অবনতি হয়নি।
তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চলছে কড়া ওষুধ ।
সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে, সানাউল্লাহর মাথার আঘাত গুরুতর।
স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের একটি দল ক্রমাগত তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং পাক হাইকমিশনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।