আমাদের কথা খুঁজে নিন

   

অজানা আবেগে রচিত..........

আকাশের নীলিমায় দেখেছিলাম তোমায়... আজও মনের ক্যানভাসে তোমার দেখা পাই . . . অজানা আবেগে আজ বর্ণিল আমার আকাশ । কিছু সুখের মেঘ একটু উঁকি-ঝুকি দেয়, কিন্তু পরক্ষণেই আবার কোথায় যেন হারিয়ে যায় । এক অচেনা বেদনার আলো আমার চারিদিকে ঘিরে আছে । মাঝে মাঝে কিছু চেনা মুখ আনন্দের ঝলকানি নিয়ে হাজির হয়ে পরক্ষণেই বেদনা নিয়ে হারিয়ে যায় । কিছু বুঝতে পারলেও তার সাড়া দেওয়া আমার পক্ষে এখন আর সম্ভব না ।

আমি হেটে চলেছি এক আকাঙ্খিত অজানা রাজ্যের অনুসন্ধানে । হয়ত আর কয়েক বছরের মধ্যেই আমি সেথায় পৌঁছে যাব । আমার যাত্রার শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছি আমি । এখন আকাশ দেখতে খুব ইচ্ছা হয়, সবসময় আকাশের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয় । আকাশের বিশালতার মাঝে আমি শূন্যতাকে খুঁজে পাই ।

নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলি এই বিশালতার মাঝে । মাঝে মাঝে অতিতকে খুঁজে পাই দু'চোখের কোণে । মাঝে মাঝে ভবিষ্যৎ কে দেখি আড়াল থেকে । আবারো হারিয়ে যাই কল্পনাতে । কল্পনা করি ।

অদ্ভুত কল্পনা । কখনও স্বর্গপুরীতে, কখনও নরকের অগ্নিতে । এভাবেই ডুবে থাকি আমার কল্পনাতে । কল্পনাতেই সুখ । সব অপূর্ণতাকে কল্পনাতেই পূর্ণ করা যায় ।

মাঝে মাঝে যখন বাস্তবে ফিরে আসি, তখন এক বীভৎস পরিবেশ !!! কত নিয়ম, কত নীতি । বড্ড যন্ত্রণা ! কত দায়িত্য, কত কর্তব্য । হতাশা, দুঃখ, বেদনা, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, মমতা সবই আছে বাস্তবতায় । কিন্তু তা ইচ্ছেমত পাওয়া যায় না বাস্তবতায় । নির্দিষ্ট নিয়মে চলে এই দুনিয়া ।

আজ এই নিয়ম আর ভালো লাগে না । আমি ছুটে যেতে চাই আমার কল্পনাতে, আমার গন্তব্যস্থলে, আমার আকাঙ্খায় । আমি হারিয়ে যেতে চাই আকাশের ঐ বিশালতায়, শূণ্যতায় । আমি আজ এই বাঁধন ছিঁড়ে বেড়িয়ে যেতে চাই .........................। তারপর...................??? বেদনার আকাশ আরো নীল হয়েছে ।

মেঘের ঘনঘটা দেখা দিয়েছে । কল্পনার রঙগুলো হারিয়ে গেছে । বাস্তবতা হারিয়ে গেছে চিরতরে...................................... আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে, আমার আসল ঠিকানাতে । বহুদূর থেকে এখন দেখছি তোমাদের পৃথিবীটাকে............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।