আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ভালোবাসার গল্প ( রোম্যান্টিক মুভি রিভিউ ) - প্রথম পর্ব

লোকে বলে স্বপ্ন জোছনা বিহার, জোছনা কনা রাত্রি উজাড় ! আমি বলি এ বেলা চৈত্র বিহার, স্বপ্নে ছুরি চোখে আঁধার ! ভালোবাসার মুভি বা রোম্যান্টিক মুভি পছন্দ করেনা এমন দর্শক মনে হয় খুব একটা নেই । সব মুভি দর্শক বা সিনেমাখোরের হয়তোবা সব ধরনের মুভি ভালো লাগেনা, কিন্তু রোম্যান্টিক মুভি সবারই ভালো লাগে বলেই আমি মনে করি । এবং আমার নিজের সবচেয়ে পছন্দের মুভি জেনার হল রোম্যান্টিক মুভি। আর তাই আজ কিছু ভালোবাসার গল্প বলবো অর্থাৎ ভালোবাসার মুভির গল্প বলবো । প্রথমেই বলে নেই এটা কোন সেরা মুভির তালিকা নয় ।

আমি শুধুই আমার পছন্দের কিছু রোম্যান্টিক মুভির কথা বলবো । এবং ক্লাসিক এজ এর অর্থাৎ কোন ক্লাসিক রোম্যান্টিক মুভির কথা এই পোস্টে বলবো না। সেই অসাধারণ মুভি গুলোর কথা অন্য কোন পোস্ট এ বলার চেষ্টা করবো । এবার তাহলে শুরু করা যাক - A Walk to Remember আপনি কি ভালোবাসার সংজ্ঞা জানতে চান ? এই মুভিটি আপনাকে বলবে ভালবাসা কাকে বলে । আসলে ভালবাসা কখন, কোথায়, কিভাবে, কারসাথে হয়ে যাবে সেটা কেউই বলতে পারেনা ।

আর এর পরিণতিও কেউ জানেনা। অসম্ভব রোম্যান্টিক এই মুভিটি হয়তো সবার দেখা । এবং এটি এমন একটি মুভি যা আপনাকে বারবার দেখতে ভাললাগবে। এবার সংক্ষেপে গল্পের দিকে যাওয়া যাক- Landon Carter ( Shane West ) একজন উড়নচণ্ডী স্বভাবের ছেলে । স্কুলের পপুলার ছেলেদের একজন ।

এবং Jamie Sullivan ( Mandy Moore ) স্কুলের সবচেয়ে ভদ্র মেয়ে । দুজনের অবস্থা অনেকটা উত্তর মেরু আর দক্ষিন মেরুর মতো । সব বিষয়েই সম্পূর্ণ আলাদা দুটি মানুষ তারা। Landon কে তার একটি অকাজের শাস্তি হিসেবে স্কুলের পর কিছু কাজ দেয়া হয়। সেই সব কাজের মধ্যে ড্রামা ক্লাস অন্যতম ।

ড্রামা ক্লাসেই প্রথম দুজনের কাছে আসা। তারপরই সম্পূর্ণ ভিন্ন দুটি মানুষ কিভাবে যেন এক হয়ে যায় । Landon সম্পূর্ণ ভাবে বদলে যায় । সে চায় Jamie র জন্যে অন্য মানুষ হয়ে যেতে । কিন্তু তারপর................. মুভিটি প্রথমবার দেখার পর খুব মন খারাপ হয়ে গেছিল।

এখনও যতবার দেখি মন খারাপ হয়ে যায়। বারবার দেখার পরও ভাললাগে । Nicholas Sparks এর জনপ্রিয় উপন্যাস A Walk To Remember অবলম্বনে নির্মিত হয়েছে এই মুভিটি । মুভিটাতে একটা গান আছে, গানটা আমার খুব ভালো লাগে। তাই গানের কয়েকটি লাইন- There's a song that's inside of my soul It's the one that I've tried to write over and over again I'm awake in the infinite cold. But you sing to me over and over and over again So, I lay my head back down. And I lift my hands and pray To be only youre, I pray, to be only yours....................... মুভিটির IMDB রেটিং - ৭.২ আমার ব্যক্তিগত রেটিং - ৮ Sweet November এই মুভিটি খুব সাধারন কিন্তু অসাধারণ একটি ভালোবাসার গল্প! Nelson ( Keanu Reeves ) একজন কাজপাগল মানুষ।

সে একটা ফার্মে বিজ্ঞাপন বিভাগে কাজ করে । তার সাথে একদিন পরিচয় হয় হয় একটু পাগলাটে স্বভাবের Sara ( Charlize Theron ) এর সাথে । কেউ কাউকে প্রথম দেখাতে বিন্দুমাত্র পছন্দ করেনি । Nelson এর কাছে Sara অনেকটা অসহ্য হয়ে ওঠে । একদিন হতাৎ করেই Sara তার Mr. November হবার জন্যে Nelson কে প্রস্তাব করে বসে ।

অর্থাৎ Nelson কে November মাস টা Sara র সাথে থাকতে হবে ! ঘটনাক্রমে Nelson রাজি হয়ে যায়। তারপর একটু একটু করে ভাললাগা এবং ভালবাসা । একদিন Nelson জানতে পারে............................... যাদের মুভিটা দেখা হয়নি তারা বাকিটা নাহয় মুভি দেখেই জেনে নেবেন । Keanu Reeves কে রোম্যান্টিক মুভিতে তেমন একটা না মানালেও এই মুভিতে বেশ ভালই লেগেছে । আর Charlize Theron কে এই মুভিতে আমার অসাধারণ লেগেছে।

যাদের এখনও মুভিটা দেখা হয়নি আশা করি দেখতে ভালই লাগবে। IMDB রেটিং - ৬.৩ আমার ব্যক্তিগত রেটিং - ৭.২ The Notebook রোম্যান্টিক মুভি পছন্দ করেন অথচ The Notebook দেখেননি এমন মুভি পাগল খুব কম আছে। এটি অনেকের কাছে অসাধারণ মুভি আবার অনেকের কাছে সাধারন । আমি প্রথম শ্রেণীর । The Notebook আমার কাছে অসাধারণ এক ভালোবাসার গল্প ।

এই গল্প Noah ( Ryan Gosling ) এবং Allie ( Rachel McAdams ) র গল্প । Allie অনেক বড়োলোকের আদুরে মেয়ে, ছুটিতে গ্রামে বেড়াতে এসে পরিচয় হয় সাধারন ছেলে Noah র সাথে । একসাথে সময় কাটাতে কাটাতে ভালোলাগা এবং ভালবাসা। সদ্যই কৈশোর পেরুনো দুজনের এই ভালবাসায় একসময় বাধা আসে। Allie কে চলে যেতে হয় শহরে।

তারপর কেটে যায় অনেক গুলো বছর। Allie র জীবনে নতুন করে আসে ভালোবাসা । আর Noah কোনদিনও ভুলতে পারেনি Allie কে । আসলে Allie ও কি ভুলতে পেরেছে Noah কে ? গল্পটা তো ওদের দুজনের ! The Notebook এ Ryan Gosling এবং Rachel McAdams দুজনকেই বেশ ভালো লেগেছে আমার কাছে। এই মুভির কয়েকটি দৃশ্য অসাধারণ লেগেছে ।

বিশেষ করে মুভির শুরুর দৃশ্যটি অসাধারণ । মুভিটি Nicholas Sparks এর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। IMDB রেটিং- ৭.৯ আমার ব্যক্তিগত রেটিং - ৮ As Good as It Gets Jack Nicholson এবং Helen Hunt অভিনীত অসাধারণ এক মুভি "As Good as It Gets" । IMDB তে বলা আছে- "Won 2 Oscars. Another 31 wins & 30 nominations" মুভিটির মান সম্পর্কে বলতে চাইলে এই একটি লাইন ই যথেষ্ট। Jack Nicholson আমার সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন।

তার অন্য সব মুভির চেয়ে একদম আলাদা এই মুভি । খ্যাপাটে একজন লেখক Melvin Udall ( Jack Nicholson ) । সে খ্যাপাটে এবং শুচিবায়ু গ্রস্থ একজন মানুষ (প্রতি বার হাত ধোয়ার জন্যে তার নতুন ২ টা সাবান লাগে ) । কাউকে তার পছন্দ না এবং কেউ তাকেও পছন্দ করে না। প্রতিদিন সকালে নাস্তার জন্যে একটি বিশেষ রেস্টুরেন্ট এর বিশেষ টেবিলে তিনি বসেন ।

সেখানে তাকে খাবার সার্ভ করেন Carol Connelly ( Helen Hunt ) নামক একজন ওয়েট্রেস । Melvin প্রতিদিন Carol ছাড়া অন্য কারো সার্ভ করা খাবার খান না। এবং রেস্টুরেন্টে খেতে যাবার সময় তিনি পকেটে করে প্লাস্টিক এর চামচ সাথে করে নিয়ে যান । সব কিছুতে তিনি বিরক্ত ! Carol একজন সিঙ্গেল মাদার । তার ছেলে খুব অসুস্থ।

তার সমস্ত জগত তার অসুস্থ ছেলে । ছেলের চিকিৎসার জন্যেই তার সব চিন্তা । একদিন Melvin রেস্টুরেন্টে গিয়ে দেখেন সেখানে Carol নেই । কিন্তু তিনিতো Carol ছাড়া আর কারো সার্ভ করা খাবার খাবেন না ! আমি এই মুভির গল্প সম্পর্কে আর কিছুই বলবনা। এটুকুই বলবো ভালোবাসার নতুন এক সংজ্ঞা পাবেন এই মুভিতে।

এবং সেই সাথে Jack Nicholson এর অসাধারণ অভিনয় । মুগ্ধ হয়ে দেখার মতো একটি মুভি। অনেকেই হয়তো এই মুভিকে রোম্যান্টিক মুভির কোন লিস্ট এ রাখবেন না। কিন্তু আমার কাছে মুভিটি প্রচণ্ড রোম্যান্টিক মনে হয়েছে । এছারাও এই মুভির গল্প আপনাকে একটা ভিন্ন স্বাদ উপহার দেবে।

IMDB রেটিং - ৭.৮ আমার ব্যক্তিগত রেটিং - ৮.৪ P.S. I Love You P.S. I Love You এর গল্পটা অন্য রোম্যান্টিক মুভিগুলো থেকে কিছুটা আলাদা । এই গল্প Gerry ( Gerard Butler ) আর Holly ( Hilary Swank ) র গল্প । Gerry এবং Holly র নয় বছরের সুখের সংসার । প্রচণ্ড ভালবাসে তারা দুজন দুজনকে । সবকিছু ভালই চলছিল কিন্তু হটাত করেই Gerry মারা যায় ব্রেইন টিউমার এর কারনে ।

এরপর Holly একরকম ছন্নছাড়া জীবন বেছে নেয় । কিছু দিন পর Holly র ত্রিশ তম জন্মদিনে সে একটা বিশেষ উপহার পায় এবং সেইসাথে একটা চিঠি ! চিঠির শেষে লেখা থাকে P.S. I Love You প্রচণ্ড ইমোশনাল একটা মুভি P.S. I Love You । আমার খুব প্রিয়। Hilary Swank এবং Gerard Butler এর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই । দুজনকেই অনেক ভালো লেগেছে ।

মুভিতে Gerard Butler এর গাওয়া দুটি গান আছে । তার মধ্যে একটি গান আমার খুব প্রিয়। I just want to see you when yo're all alone I just want to catch you if I can I just want to be there- when the morning light explodes on your face it radiates I can't escape I love you till the end I'll love you till the end.................. মুভিটি নির্মিত হয়েছে Cecelia Ahern এর উপন্যাস অবলম্বনে। IMDB রেটিং - ৬.৯ আমার ব্যক্তিগত রেটিং - ৭.৫ প্রথম পর্ব সমাপ্ত ! কয়েকটি ভালোবাসার গল্প ( রোম্যান্টিক মুভি রিভিউ ) - ২য় পর্ব কয়েকটি ভালোবাসার গল্প ( রোম্যান্টিক মুভি রিভিউ ) - ৩য় পর্ব  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।