আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ্‌ সুবহানআল্লাহ তাআলার ৯৯ টি নাম

আল্লাহ্‌ সুবহানআল্লাহ তাআলার ৯৯ টি নাম এখানে দিলাম। এর মধ্য থেকে বাংলা অর্থগুলোও মনে রাখলে আপনি আল্লাহ্‌ সুবহানআল্লাহ তাআলার কাছে দোয়ার সময় অনেক সুন্দর দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ্‌। ঈমানের মজবুতি বাড়াতেও পবিত্র এই ৯৯ টি নাম অবশ্যই দরকার। ১। আল্লাহ্‌, ২।

আর রহিম- পরম দয়ালু,৩। আর রহমান- পরম দয়াময়,৪। আল জাব্বার-পরাক্রমশালী,৫। আল-আজিজ-প্রবল,৬। আল-মুহায়মিন-রক্ষণ ব্যবস্থাকারী ৭।

আল-মুমিন- নিরাপত্তা বিধায়ক,৮। আস-সালাম-শান্তি বিধায়ক,৯। আল-কুদ্দুস- নিষ্কলুষ,১০। আল-মালিক- সর্বাধিকারী,১১। আল-ওয়াহহাব- মহা বদান্য,১২।

আল-কাহার- মহাপরাক্রান্ত,১৩। আল-গাফফার-মহাক্ষমাশীল,১৪। আল মুসাওবির- রুপদানকারী,১৫। আল-বারী- উন্মেষকারী,১৬। আল খালিক- সৃষ্টিকারী,১৭।

আল মুতাকাব্বির- অহংকারের ন্যায্য অধিকারী,১৮। আল রাফি- উন্নয়নকারী,১৯। আল খাফিদ- অবনমনকারী,২০। আল বাসিত- সম্প্রসারণকারী,২১। আল কাবিদ- সংকোচনকারী,২২।

আল আলীম- মহাজ্ঞানী,২৩। আল ফাত্তাহ- মহাবিজয়ী,২৪। আর রাজ্জাক- জীবিকাদাতা,২৫। আল লাতিফ- সুক্ষ দক্ষতাসম্পন্ন,২৬। আল আদল- ন্যায়নিষ্ঠ,২৭।

আল হাকাম- মিমাংসাকারী,২৮। আল বাসির- সর্বদ্রষ্টা ২৯। আস সামী- সর্বশ্রোতা,৩০। আল মুযিল্ল- হতমানকারী,৩১। আল-মুইয্‌য- সম্মানদাতা,৩২।

আল কাবীর- বিরাট, মহৎ,৩৩। আল আলী-অত্যুচ্চ,৩৪। আশ শাকুর- গুণগ্রাহী,৩৫। আল গফুর- ক্ষমাশীল,৩৬। আল আজীম-মহিমাময়,৩৭।

আল হালীম- সহিষ্ণু,৩৮। আল খাবীর- সর্বজ্ঞ,৩৯। আল মুজীব- প্রার্থনা গ্রহণকারী ৪০। আর রাকীব- নিরীক্ষণকারী,৪১। আল কারীম-মহামান্য,৪২।

আল জালীল- প্রতাপশালী,৪৩। আল হাসীব- মহাপরীক্ষক,৪৪। আল মুকিত- আহার্যদাতা,৪৫। আল হাফীজ- মহারক্ষক,৪৬। আল হাক্‌ক-সত্য,৪৭।

আশ-শাহীদ-প্রত্যক্ষকারী ৪৮। আল বাইছ-পুনরুত্থানকারী,৪৯। আল মাজীদ- গৌরবময়,৫০। আল ওয়াদুদ- প্রেমময়,৫১। আল হাকীম –বিচক্ষণ,৫২।

আল ওয়াসি- সর্বব্যাপী,৫৩। আল মুবদী- আদি স্রষ্টা,৫৪। আল মুহসী- হিসাব গ্রহণকারী,৫৫। আল হামিদ-প্রশংসিত,৫৬। আল ওয়ালী- অভিভাবক,৫৭।

আল মাতীন- দৃড়তাসম্পন্ন,৫৮। আল কাবী- শক্তিশালী,৫৯। আল ওয়াকীল- তত্বাবধায়ক,৬০। আল মাজিদ-মহান,৬১। আল ওয়াজিদ-অবধারক,৬২।

আল কায়্যুম- স্বয়ং স্থিতিশীল,৬৩। আল হায়্যু- জীবিত ৬৪। আল মুমীত- মরণদাতা,৬৫। আল মুহয়ী- জীবনদাতা,৬৬। আল মুঈদ- পুনঃ সৃষ্টিকারী,৬৭।

আল আওয়াল- অনাদী,৬৮। আল মুয়াখখীর- পশ্চাদবর্তীকারী,৬৯। আল মুকাদ্দিম- অগ্রবর্তীকারী,৭০। আল মুকতাদীর- প্রবল, পরাক্রম,৭১। আল কাদীর- শক্তিশালী,৭২।

আস সামাদ- অভাবমুক্ত,৭৩। আল ওয়াহিদ- একক,৭৪। আত তাওয়াব- তওবা গ্রহণকারী,৭৫। আল বার্‌র- ন্যায়বান,৭৬। আল মুতাআলী- সুউচ্চ,৭৭।

আল ওয়ালী- কার্যনির্বাহক,৭৮। আল বাতিন- গুপ্ত,৭৯। আল জাহির- প্রকাশ্য,৮০। আল আখির- অনন্ত,৮১। আল মুকসিত- ন্যায়পরায়ণ,৮২।

যুল জালাল ওয়াল ইকরাম- মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ,৮৩। মালিকুল মুলক-রাজ্যের মালিক,৮৪। আর রাউফ- কোমল হৃদয়,৮৫। আল আওউফ-ক্ষমাকারী,৮৬। আল মুনতাকীম- প্রতিশোধ গ্রহণকারী,৮৭।

আল হাদী- পথ প্রদর্শক,৮৮। আন নাফী- কল্যাণকর্তা,৮৯। আদ দারর – ( তাগুতের) অকল্যাণকর্তা,৯০। আল মানি- প্রতিরোধকারী,৯১। আল মুগনী- অভাব মোচনকারী,৯২।

আল গানী- সম্পদশালী ৯৩। আল জামি- একত্রীকরণকারী,৯৪। আস সাবুর- ধৈর্যশীল,৯৫। আল রশীদ- সত্যদর্শী,৯৬। আল ওয়ারিছ- উত্তরাধিকারী,৯৭।

আল বাকী- চিরস্থায়ী,৯৮। আল বাদী- অভিনব সৃষ্টিকারী,৯৯। আন নূর- জ্যোতি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.