যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। [ কুরআন ১৭:৮১ ] কোন রকম ভূমিকা না দিয়ে কাজের কথায় ঢুকি।
কোন ব্লকড সাইটে কিভাবে প্রবেশ করবেন?
১) আপনি কোন প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিটা তুলনামূলক জটিল বলে আলোচনা করলাম না।
২) প্রক্সি সাইটের মাধ্যমেঃ
আমার কাছে এটিই সহজ বলে মনে হয়। নেটে অনেক প্রক্সি সাইট আছে। যেমন-
vtunnel.com
onlineproxysite.com
zend2.com
ইত্যাদি।
২য়টার কথা বিবেচনা করি।
-প্রথমেই http://www.onlineproxysite.com এ প্রবেশ করুন।
-হোমপেজের নিচে দেখুন এইরকম একটা বক্স আছে।
-এই বক্সে যে সাইটে ঢুকতে চান তার পূর্ণ অ্যাড্রেস লিখুন।
যেমন আমি লিখলাম http://www.youtube.com
-adf.ly এর একটা অ্যাড আসতে পারে। আসলে স্কিপ করে দিন।
-ফলাফলঃ
এখানে সব কন্টেন্ট দেখাচ্ছে না।
কারণ ছবির উপরের দিকে দেখুন Remove scripts আর Remove objects এ মার্ক করা আছে। সাইটের সব কন্টেন্ট দেখতে চাইলে ওই ২টা আনমার্ক করে দিন।
vtunnel.com টা সম্ভবত সবচেয়ে smooth কাজ করে।
ব্যস। এভাবে যেকোনো সাইটে প্রবেশ করা যাবে আশা করি।
সাইড-এফেক্টঃ নেট এর স্পীড একটু স্লো হতে পারে।
এখন আসি ২য় অংশে।
বিভিন্ন সাইট থেকে ফ্ল্যাশ ভিডিওগুলো কিভাবে নামাবেন?
১)সবচেয়ে সহজ উপায় হল অ্যাড-অন ব্যবহার করা।
সব ব্রাউজারের জন্য উপযোগী হল Ant Video Downloader
এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং Free Download বাটন প্রেস করুন।
ফায়ারফক্স ইউজারদের জন্য আরেকটু ভালো হবে DownloadHelper
এটি নামাতে এখানে ক্লিক করুন এবং Add to firefox বাটনে প্রেস করুন।
ইন্সটল হয়ে গেলে ব্রাউজার রিস্টার্ট করুন। দেখবেন টুলবারে অ্যাড-অনটি সংযুক্ত হয়েছে। এবার যেকোনো ভিডিও ডাঊণলোড করার জন্য ওই ভিডিওর লিংকে যেয়ে টুলবারের অ্যাডঅনের বাটনে প্রেস করলেই ওই ভিডিওর বিভিন্ন রেজলুশন দেখাবে (তবে ভিডিওটি অবশ্যই এক সেকেন্ডের জন্য হলেও প্লে করতে হবে)। আপনার পছন্দের রেজলুশনটির উপর ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হবে।
২) অনলাইনে অনেক ভিডিও ডাউনলোডিং সাইট আছে।
একটার কথাই বলি।
http://www.savevid.com
এই সাইটে যান। এমন একটা বক্স পাবেনঃ
এই বক্সে আপনার পছন্দের ভিডিওর লিংকটা দিন এবং Download বাটন প্রেস করুন। কাজ শেষ।
কেউ বুঝতে না পারলে জানাবেন।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।