কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারার পরানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখন পরিত্যাক্ত। বিদ্যালয়ের ৫ শত ছাত্র/ ছাত্রী রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে খোলা আকাশের নিচে বসে পড়া লেখা করছে। পরিত্যাক্ত হওয়ার ৩ বছরেও কোন নতুন ভবন নির্মান হয়নি।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বিগত ২০০৯ সালে শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিত্যাক্ত ঘোষনা করে ।
এরপর থেকে ঐ বিদ্যালয়ের কচি কোমল ৫ শত ছাত্র/ ছাত্রী রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে খোলা আকাশের নিচে বসে পড়া লেখা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতার কারনে আজ পর্যন্ত নতুন ভবন নির্মানের কোন ব্যাবস্থা না নেওয়া হয়নি। এক দিকে যেমন ছাত্র/ছাত্রীরা আছে চরম ভোগান্তীতে তেমনি শত শত অভিভাবক ও ৭ জন শিক্ষক আছেন চরম হতাশায়। এক একর ৫৬ শতক জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট পরানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সম্পুর্নরুপে পরিত্যাক্ত ঘোষনা করা হলেও ঐ ভবনের ফাটল ধরা ও প্লাষ্টার উঠা রয়েছে। একটি ছোট্ট পরিসরের ঝুকিপূর্ণ কক্ষেই চলছে শিক্ষকদের অফিশিয়াল কার্যক্রম।
যা যে কোন মুহুর্তে একটি বড় ধরনের দূর্ঘটনার জন্ম দিতে পারে। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পড়ালেখার মান অন্য যে কোন প্রাথমিক বিদ্যালয়ের থেকে বরাবরই ভাল এবং গর্ব করা মত। এই বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনি কেন্দ্র ও ক্লাস্টার অফিস কার্ষক্রম নিয়মিত ভাবে পরিচালিত হয়ে আসছে।
ভেড়ামারা পরানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) বিলকিস বেগম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাজাহান আলী জানান, নিয়মিত ভাবে খোলা আকাশের নিচে ক্লাসসহ লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে আসছি। বৃষ্টি হলে ছাত্র/ছাত্রীদের ছুটি দিতে হয়।
এ ব্যাপারে একাধিক বার ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সংসদ সদস্যসহ শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তাদের কে বিষয়টি অবহিত করলেও অজ্ঞাত কারনে পরিত্যাক্ত ভবনটি সরিয়ে সেখানে নতুন ভবন নির্মানের কোন উদ্যোগ গ্রহন করছেন না। ফলে প্রকৃতির সাথে যুদ্ধ করে সকাল সাড়ে ৯ টা হতে দুপুর ১২ টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে বৈকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা আকাশের নিচে বসে লেখা পড়া করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।