সময়ের সাথে সাথে জাতিকে কে জাগ্রত করব আমরা ক্ষিপ্ত তরুণরা। আজ বৃষ্টি দেখে মন কাঁদে শুধু যেতে চায় ওই মেঘালয়য়ের দেশে, সৃষ্ট কাব্য করে যতি ফুটায় ফুটায় বহুদূর থেকে আজও জলকনার স্পর্শে। নিথাই বিচ্ছুত আকাশের জল পতিত হয় এই মৃত্তিকার বুকে, ধরার বুকে ফুটে উঠে বৃক্ষ রাজি আজও মেঘের কান্না হয় দেখে। তবুও মন হারায় মেঘালয়য়ে এই ভেবে সে ত আছে মেঘ বালিকা হয়ে, ঐই মেঘের দেশে জলকন্যা নামে জলরাশি থেকে জলকন্যার স্পর্শ নিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।