মানব জাতি আজ
সর্বগ্রাসী খাদকের ভূমিকায় আবর্তীণ। সব কিছু তার
দখলে চাই। শূন্যস্থান রইবে নাকো শূন্য। তো ভাই,
যাওনা শূন্য থেকে মহাশূন্যে। গড় আবাস, খোঁজ
বাতাস।
আমার বুকে কেন তোমার এই কোদাল আর
কাস্তের আঘাত? সমুদ্রের জলরাশি মেঘ
হয়ে উড়ে যায় দূর পাহাড়ের চূড়ায়। তাই সমুদ্র তার
সেই জলরাশি বৃষ্টি রুপে ফিরে পাবার আশায় আকুল
হয়ে থাকে। আর সেই বৃষ্টির জল যখন পাহাড়ের বুক
বেয়ে ধেয়ে আসে সমুদ্রের পানে,
তোমরা তাকে নাগরিক জঞ্জালে বাধ
দিয়ে আটকে দেও। আমার আর কি বা করার
থাকে তখন? তাইতো আমি পাহাড়ে ধ্বস নামিয়ে,
শহরকে প্লাবিত করে ছুটে যাই আমার গন্তব্যে।
আমি বড়ই নির্মম, আমার প্রতিশোধ অপ্রতিরোধ্য।
ভুলে যেও না, আমার বিশালতায় তোমরা (মানুষ)
কেবলই নগন্য, অতি তুচ্ছ। আর তাই মানুষ যখন তার
‘আধুনিকতা’র অস্ত্র নিয়ে আমার
বিরুদ্ধে লড়াইয়ে নামে, তা বড়
একপেশে হয়ে দাঁড়ায়। তোমার যদি নিজের
কাজে একটি গাছ কাটা প্রয়োজন পরে,
তো নাওনা কেটে, কিন্তু ভাই এর বদলে আমার
যে দু’টি চারা গাছ চাই। তোমাদের যদি নদীর
বুকে বাধ দিতে হয়, তো আমার ন্যূন্যতম প্রবাহের
ব্যবস্থাটুকু রেখ ভাই। তোমরা হয়তো ভাব,
আমি নির্বা্ক, নির্বোধ, গতিহীন, তা তো নই আমি!
আমি চলি আমার আপন গতিতে।
আমার গতি রোধে এমন
কি কেউ আছে? মানবজাতির প্রাণহানি আমাকেও
ব্যথিত করে। তোমরাও যে আমাতে আশ্রিত। কিন্তু
আমি যে সকলেরই মাতৃস্বরূপ। এই যে, পাহাড় পর্বত,
নদী নালা, বন জঙ্গল, গাছ, পশু পাখি, আর সমুদ্র
এরা তো সকলেই আমার সন্তান। আর তাই তোমরা যখন
এদের কারও প্রতি অমানবিক আচরণ কর, তখন আমার
সামোনযস্য বজায় রাখা ছাড়া আর কি বা করার
থাকে? হে মানবকুল, তোমরা যে আজ নিজেদেরকেই
ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছ।
ক্ষান্ত হও, আর
কতকাল এমন নির্বোধ আচরণ করবে? অচিরেই
তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এই কামনা করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।