জীবনটা একটা লাইফ..... আমি শৈশবের এমন একটা দিন খুজছিলাম যেদিন আমি ভয়ের মধ্যে ছিলাম না। পরিবারের সবাই ভালবাসা থেকেও মারধর বকাঝকা করতেই পছন্দ করতেন। অভাগা এক দেশে অভাগা এক পরিবারে জন্মেছি। কোন দুঃখ ছিলনা যদি খুবই গরীব কোন পরিবারে জন্মাতাম। আমার দেশের মতই আমার পরিবারের অবস্থা ছিল।
যেটা ছিল সেটা শুধই মাত্র অব্যবস্থাপনা। কি আর করা? অন্তত দুৎখ দেশের মানুসের কাছেই ছড়িয়ে দেই। ব্লগে লেখাটা আমার জন্য একটা বড় মানসিক মসম্যা মোকবিলা করতে হচ্ছে। ভয়! অলসতা ইত্যাদি ইত্যাদি। তবে মৃত্যুর আগে লেখাটা শেষ করতে চাই।
আশা করি পারব।
........ চলবে।
আমার সমস্যাময় ইতিহাস শৈশব থেকে.......এখন পর্যন্ত । (১)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।