আমাদের কথা খুঁজে নিন

   

কাকে ভালোবাসলে জীবনে দুঃখ আসবে না।

প্রদীপ হালদার,জাতিস্মর। কাকে ভালোবাসলে জীবনে দুঃখ আসবে না। ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হয়। ভালোবাসতে শেখে। কিন্তু কাকে ভালোবাসলে এই শিশুটির পরবর্তী জীবনে দুঃখ আসবে না,তা শিশুটির পক্ষে জানা সম্ভব নয়।

ভালোবাসা এক কঠিন শব্দ। এর ব্যাখ্যাও কঠিন। ভালোবাসার আসল অর্থই হলো স্বাধীনতাকে খর্ব করা। স্বাধীনভাবে থাকতে গেলে কাউকে ভালোবাসা যায় না। বাবা আমাকে ভালোবাসে।

এর অর্থ হলো বাবার কথা শুনি। বাবা যখন যা বলে তাই করি। আমার স্বাধীন ইচ্ছাকে পদদলিত করে বাবার ইচ্ছায় পরিচালিত হই,তাই বাবা আমাকে ভালোবাসে। বাবার ইচ্ছানুসারে আমি যদি না চলি তাহলে বাবা আমাকে আর ভালোবাসবে না। আসলে আমরা কাউকে ভালোবাসতে পারি না।

তাই আমাদের জীবনে এত দুঃখ। মায়ের কথা শুনে চললে তবে মা আমাকে ভালোবাসবে,আর না শুনলে মা আর আমাকে ভালোবাসবে না। আসলে অন্যের ইচ্ছায় যখন আমি পরিচালিত হবো তখনই তার ভালোবাসা পাবো। আবার ভালোবাসা নাও পেতে পারি। তাই এমন ভালোবাসার কোনো প্রয়োজন আছে কি।

ভালোবাসা আর কিছু নয়। একজনকে আকড়ে ধরে বড় হওয়া। তাহলে কাকে আকড়ে ধরবো। যাকে ভালোবাসলে আর কাউকে ভালোবাসার দরকার হয় না। সে কে ? বই।

বই কে ভালোবাসো। প্রাণ দিয়ে ভালোবাসো। চলার পথ শেখাবে। বাঁচার পথ শেখাবে। কোনোদিন দুঃখ দেবে না।

উঠে দাঁড়াতে শেখাবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।