নতুন ভোঁরের সূর্য আমার কাছে নতুন জাগরনের সূচনা করে ভালবাসি... ভালবাসবো... ভালবেসে যাব... যতদিন আছি আমি আর তুমি... সুধু মুখ ফুটে একবার বলো না ভালবাসি., জানি তুমি ভালোবাসো আমায়... জানে ওই দূর আকাশের তারারা...।। সংসার হবে আমাদের নীল জোছনায় ভরা... ধ্রুব তারা , সন্ধ্যা তারা করবে সেখানে খেলা.., কৃষ্ণপক্ষে হবে নাটক.., শুক্লপক্ষে গান..., জোৎনা তে হবে মিলন... পূর্ণিমাতে স্নান...।। চন্দ্ররাতের প্রথম প্রহরে গাইব মোরা গান... চতুর্থ প্রহরেও শেষ হবে না মোদের পাশার দান..., মেঘবালিকা হবে তুমি... আমি হব শরৎ... কাশফুল দিয়ে বউ সাজাবো... স্নিগ্ধ গোধূলির পরে-তে দিব পরশ...।। সকালে হবে সূর্য দেখা... আধোজাগা চোখো... শিশির ভেজা ঘাসে হাঁটবো মোরা... সূর্য ওঠার পরে..., দুপুরেতে হবে সূর্যস্নান... বিকেলেতে ভাওয়ালি গান... সন্ধ্যাতে নৌকা ভ্রমন... রাতে হবে চন্দ্রকথন... মধ্যরাতে দহন-পোড়ন... শেষরাতে ভালবাসার গড়ন... এইভাবে দিনের পর দিন থাকব মোরা পাশে... আমরা আমাদের ভালবাসা নিয়ে... ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।