আমাদের কথা খুঁজে নিন

   

কিছু উচিত্‍ কথা ।কলিজা থাকলে পড়তে পারেন ।

পরিবর্তিত মালিকানা, একাধিক মালিকানা বাংলানিউজ২৪ এর খবরের শিরোনাম "পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকায় শিবিরের মিছিল" বাংলানিউজ কি বুঝাতে চায় তা জাতির কাছে বোধগম্য নয় । শিবিরের মিছিলে কি কোনো নিষেধাজ্ঞা ছিলো যে শিবির মিছিল করায় পুলিশের চোখকে ফাঁকি দেওয়া হয়েছে !!বাংলানিউজ ধারাবাহিকভাবে সবসময় শিবিরকে নিয়ে হীন উদ্দেশ্যমূলক খবর প্রচার করে থাকে । এদেশে একশ্রেনীর লোকের জীবিকা নির্বাহের অবলম্বন জামায়াত-শিবিরের রাজনীতি । ওই বিশেষ শ্রেনীর লোকদের প্রতি আমাদের করুনা হয় । কাল ব্লগ ও ফেবুতে অনেককে দেখেছি যারা জামায়াত-শিবির প্রতিবাদ কর্মসূচী করছে না দেখে স্বভাবসুলভ নানা কথা বলেছেন ।

বলেছেন জামায়াত ক্ষমতার রাজনীতি করে ইসলাম অবমাননায় তাদের কিছু আসে যায় না,তারা কি প্রতিবাদ করবে । অথচ আজ সারাদেশের সকল মহানগর শহর জেলা থানায় শিবিরের বিক্ষোভ মিছিল হয়েছে । মিছিলে পুলিশ হামলা করেছে,গ্রেফতারও করেছে । কিন্তু গতকালকের কোন কলিজাওয়ালা সমালোচককে দেখলাম না এই বিশাল কর্মসূচীর জন্য শিবিরকে অভিনন্দন জানাতে কিংবা পুলিশের অসভ্য আচরনের নিন্দা জানাতে । এতেই স্পষ্ট বুঝা যায় শিবিরকে নিয়ে অযথা কামড়াকামড়ি করার মত সাহসী(!) লোকের অভাব নাই কিন্তু প্রাপ্য মর্যাদাটুকু দেওয়ার মতো কলিজাওয়ালা লোকের অভাব আছে ।

শিবির সবসময় ওইসব কাপুরুষ সমালোচকদের জবাব দিয়েছে মুখের কথায় নয় বরং কাজের মাধ্যমে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।