কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো ! গৌড়চন্দ্রিকা না করে সরাসরি মূল কথায় আসি ।
আমার এক ক্লাসমিট যে কিনা আমার সাথে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে ,একটু আগে ফোন করলো আমায় ।
বলল ,ভাই মেডিকেল কোচিং এ ভর্তি হতে চাই । কিন্তু ভাই টাকা তো আর যোগাড় করতে পারছি না ।
বাছুর টা বিক্রি করে ৮ হাজার টাকা যোগাড় করেছি ।
আর সম্ভব হয়ে উঠছে না ।
ভাই কিছু একটা করো ,যদি তোমাদের উছিলায় একটা দিক লাগে ।
বলে রাখা দরকার ,ছেলেটা পড়ালেখায় খারাপ না । এস এস সি ৫ পেয়েছে ।
এবার ও ৫ পাবে আশা করি ।
যদি মিস হয় তাইলে দুঃখজনক ।
পড়ালেখা করতে পারেনি দুশ্চিন্তায় ।
একটাই কারণ অভাব ।
এখন আমি তার জন্য কী করতে পারি ?
আমি ও মধ্যবিত্ত পরিবারের সন্তান ।
সাহায্য করার সাধ থাকলে ও সামর্থ নাই ।
সে মৌলভীবাজারে থাকে ,যেহেতু এখানে কোচিং সেন্টার নাই । তাই সিলেট গিয়ে কোচিং করতে হবে ।
ওখানে যে থাকবে সে খরচ বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব ।
মহামান্য ব্লগার রা একটা ওয়ে বলে দেন প্লিজ ।
বিঃদ্রঃ
কথা গুলোতে হয়তো আবেগের ছোঁয়া নেই ।
তবে নির্মম সত্য । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।