তুই স্বার্থপর, তুই শয়তান, যতই চেস্টা করিস পারবি না হতে মহিয়ান। ঘৃনা তোর প্রতি ইতর কোথাকার- স্তুপের আবর্জনা। ভুল করেছিস, পাপ করেছিস, হবে নাকো মার্জনা। এর চেয়ে তোর মরে যাওয়া ভাল, কবে মরবি বল? রক্ত স্রোতে ভেসে যাবি তুই, তুলে শব্দ কল্ কল্। আকাশ হাসবে,বাতাস হাসবে, তোর মৃত্যু দেখে। বিজয় উল্লাস করবে সবে, মৃ্ত্যুর রং মেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।