আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর মধ্যে ১০টি বিষ্ময়কর সুড়ঙ্গ পথ

ক্যালিফোর্নিয়ার সিকৈয়া ন্যাশনাল পার্কে এই অস্বাভাবিক সুড়ঙ্গ পথ । ১৯৩৭ সালে একটি গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর পার্ক কর্তৃপক্ষ গাছটি না সরিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করেন । এই সুড়ঙ্গ পথ ৫.১৮ মিটার চওড়া এবং উচ্চতায় ২.৪৪ মিটার। Tunnel Prairie Lights in Texas যা চমৎকার পার্ক লিন ক্রিকে অবস্থিত । বর্ণময় এই সুড়ঙ্গ যাতে প্রায় ৪ মিলিয়ন আলো জ্বালানো হয়ে থাকে।

গাছ দ্বারা বেষ্টিত চমৎকার সুড়ঙ্গ যা ইউক্রেনের ক্লেভে অবস্থিত । এই সুড়ঙ্গকে "ভালোবাসার সুড়ঙ্গ"ও বলা হয়ে থাকে । রকের মাধ্যে রাস্তা, রেড রক ক্যানিয়ন, উটাহ, যুক্তরাষ্ট্র আলোর ঝলকানি কাচের ক্যাপসুলের মধ্যে ভ্রমন যা পূর্ব তানজিন রোড এবং পুডংকে সংযুক্ত করেছে। এই টানেলের দৈর্ঘ্য প্রায় ৬৪৭ মিটার ত্রিশ বৎসর পূর্বে এই বিল্ডিংটি স্কুল অব আর্টের এক্সিবিশন হল হিসাবে তৈয়ার করা হয়েছিল কিন্তু পুরাতন বিল্ডিংটি ভেঙ্গে নতুন বিল্ডিং তৈয়ার করার পূর্বে বিদায় জানানোর উৎসব উদযাপন করতে গিয়ে ফানেল আকৃতির একটি সুড়ঙ্গ তৈয়ার করেন স্থানীয় দুই শিল্পী Dan Havel এবং Dean Ruck এটি একটি টানেল আকৃতির মার্কেট যা নেদারল্যান্ডের নটেনহ্যাম শহরের অবস্থিত। এখনও এখানে কেনা-বেচা শুরু হয় নি তবে ২০১৪ সালে উদ্ভোদন করা হতে পারে ।

ফুলের অত্যাশ্চর্য সুড়ঙ্গ, যা জাপানের Kawachi Fuji Garden in Kitakyushu অবস্থিত পাহাড়ের পাদদেশে অস্বাভাবিক সুড়ঙ্গ L'Oceanografic, Valencia, Spain এ পানির নীচে সুড়ঙ্গ নেট থেকে সংগৃহিত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.