রাতের কাল অন্ধকার গুলো কেন জানি বার বার কানে চুমো খেয়ে তোমার কথা বলে যায়। জান?? আমার বুক টা তোমার মাথা ছাড়া একদম ঘুমোতে চায় না। আমার হাত টা তোমার চুলে হাত না দিয়ে একদম ঘুমাতে রাজি হয় না। কিন্তু আমি কোথায় পাব তোমায়?? তুমি তো তোমার ঘড় থেকে গলা ধাক্কা দিয়ে আমায় বের করে...
স্বাগতম আমার ব্লগে চামচাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা একদিন দেশটাকে বদলে দেব।