আমাদের কথা খুঁজে নিন

   

একজন বাস কন্ট্রাকটরের মানবিকতা

গতকাল বুধবার অফিস শেষে বাসায় ফিরছি তুরাগ বাসে করে। লোকাল বাসে সাভাবিকভাবেই ভিড় থাকে । বাস কন্ট্রাকটর ভাড়া কাটছে । এক মহিলা গার্মেন্টস শ্রমিক সে বাড্ডা থেকে যাত্রাবাড়ী যাবে ৫টাকা দিল। কন্ট্রাকটর বলল, "বাড্ডা থেকে যাত্রাবাড়ী ভাড়া কি ৫ টাকা" ? আপনি যে ৫ টাকা দিলেন।

মহিলা বলল, "ভাই আমার কাছে আর কোন টাকা নাই, এখনও বেতন পাই নাই । ম্যানেজার কইছে বায়ার আইছে আজকা বেতন হইব না। কন্ট্রাকটর বলল, " ঠিকাছে বেতন পাইলে দিয়া দিয়েন" । মহিলা তার পাশে বসা অন্য মহিলাদের সাথে বলছে, তার বাসা হল ডেমরা । সে যাত্রাবাড়ী থেকে ডেমরা পায়ে হেটে বাসায় যাবে ।

কারন তার কাছে আর কোন টাকা নেই্ । একথা শুনে কন্ট্রাকটর তার কা্ছ থেকে নেওয়া ৫টাকা ফেরত দিয়ে বলল, " আপনি এই ৫ টাকা নিয়ে যান যাত্রাবাড়ী থেকে গাড়ীতে যাইয়েন। মহিলা নিতে চাইল না তবু্ও সে জোর করে দিল আর বলল " দোয়া কইরা দিয়েন"। পরিবহন শ্রমিকদের সাথে অনেকেই খারপা ব্যবহার করে যেটা আমার কাছে খু্বই খারাপ লাগে । আমি স্বিকার করি তারা মাঝে মাঝে বেশি ভাড়া আদায় করে ।

কিন্ত এটাও স্বিকার করতে হবে যে তারা ভাড়া না থাকলেও কোন যাত্রীকে নামিয়ে দেন না । তারা যে ফজরের সময় থেকে গাড়ী বের করে রাত ১ টা কিংবা ২টা পর্যন্ত একটানা পরিশ্রম করে কোন বিরতি নে্ই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.