আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত বিকেলের মন্ত্রী

পরিশ্রমে সার্থকতা খুজেঁই চলছি। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী সভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে কয়েকজন দক্ষ রাজনীতিবিদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে নতুন মাত্র। প্রশ্ন হচ্ছে এই পড়ন্ত বিকেলে মন্ত্রীত্ব দিয়ে কিংবা নিয়ে দেশের জন্য কতটুকু মঙ্গল হবে। এমন যদি হতো যে এই দক্ষ মানুষগুলোকে শুরু থেকে মূল্যায়ন করা হয়েছে কিন্তু তাঁরা সফলতা দেখাতে পারেনি তাহলে তাদেরকে জনগণ প্রশ্ন করতে পারতো আপনারা দেশ ও জাতিকে কি দিতে পারলেন। এখন এমন একটা সময় না পারবেন দেশের মঙ্গলের জন্য কিছু করতে না পারবে সরকারের সমস্যাগুলো আঙ্গুল উচিয়ে দেখিয়ে দিতে। নাকি সরকার এই মানুষগুলোর মুখ বন্ধ করার জন্য একটা করে দায়িত্ব অবেলায় চাপিয়ে দিয়ে ব্যস্ত রাখার কৌশল অবলম্বন করলেন। এটাই ভেবে দেখার সময়। কেননা এই দক্ষ মানুষ গুলো বারবার সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে সরকারকে সর্তক করার চেষ্টা করেছে কিন্তু সরকার ভাবছে তাদের মুখ বন্ধ করতে হলে তাদেরকে মন্ত্রীত্ব দেয়া দরকার। আমি মনে করি এই দক্ষ মানুষগুলো মন্ত্রীত্বের লোভে পড়ে অবেলায় শপথ নিয়ে নিজেকে ক্ষতিগ্রস্থ করেবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।