আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত বিকেলে একা মেয়েটি ভাবছে........

মানুষের মাঝে স্বর্গ নরক ........

দূরে একজোড়া মানব মানবী কি নিয়ে যেন কথা বলছে। ঠিক শুনতে পাচ্ছে না এখান থেকে রশ্মি। কিছুক্ষন চেয়ে রইলো ওদের দিকে। আশে পাশের বাচ্চাগুলোর দিকে নজর পড়লো এবার। ওদের চেখে মুখে খুব উৎসাহ।

দেখতে ভালো লাগছে। আজ এখানে বাচ্চাদের ছবি আকা প্রতিযোগিতা হচ্ছে। অনেক ছেলে ও মেয়ের সমাগম সাথে তাদের বাবা মাও রয়েছে। কয়েকটা ছোট ছেলে রশ্মির পাশ দিয়ে হেটে গেলো। রশ্মি যেখানটাতে বসে আছে সেখান থেকে পুরো জায়গাটাই দেখা যায়।

ও বেশ আগ্রহ নিয়েই গত এক ঘন্টা ধরে মানুষ গুলো কে দেখছে। মাথায় অনেক ভাবনা খেলে গেলেও কোনটাই ঠিকসহায়ী হচ্ছে না । থাক না । মানুষের ভাবনাগুলোর লাগাম কবে কোন কালে ছিল, যে আজ তাকে নতুন করে লাগাম পড়াতে হবে। গত এক ঘন্টায় সে চেষ্টার ধারে কাছ দিয়েও সে যায়নি।

আস্তে আস্তে ভাবনা গুলো সহির হচ্ছে। আশে পাশের মানুষগুলোর মুখগুলো বৈশিষ্ট্যহীন হয়ে যাচ্ছে। মাথাটা শূণ্য হয়ে আছে। ঘন্টা পেরিয়েছে আরেকটা। এখান থেকে উঠবার শক্তিটুকুও যেন হারিয়েছে মেয়েটা।

আমার খুব ইচ্ছে ছিল ওকে কিছু একটা বলবার । কিন্তু সময় কই? রশ্মি নিলিপ্ত চোখে তাকিয়ে রইলো। নাহ। কি সে ভাবছে বোধ করি সে নিজেও জানে না। ওর মধ্যে শূণ্যতা কাজ করছে।

হঠাৎ ফোনটা বেজে উঠলো। প্রত্যাশিত একটা কনঠ জানালো তার আসতে আর বেশী সময় লাগবে না। রশ্মি এবারও নিলিপ্ত। বসে রইলো আরো কিছুটা সময়। হঠাৎ ঠোটের কোণে হাসি দেখা গেলো।

ভাবছে এভাবে কি সারা জীবন মানুষটার জন্য অপেক্ষা করবে ও। পড়ন্ত বিকেলের রোদগুলোও হাসছে। আর হাসছেন ইশ্বর। ভাবনা আমার শিমুল ডালে..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।