আমাদের কথা খুঁজে নিন

   

রাতজাগা ব্যক্তিরা বেশি সফল

বাংলা ভাষােক ভালবািস রাতে সকাল সকাল ঘুমাতে যাওয়া, আর ভোরে ঘুম থেকে ওঠাথমানব জীবনে সাফল্যের অন্যতম চাবিকাঠি। এত দিন পর্যন্ত এটাই ছিল প্রচলিত বিশ্বাস। তবে এখন বিজ্ঞানীরা বলছেন, যাঁরা রাত জাগেন তাঁরাই তুলনামূলক বেশি সফল। স্পেনের ইউনিভার্সিটি অব মাদ্রিদের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, যারা রাত জেগে কাজ করেন এবং ভোরের দিকে ঘুমাতে যান, তাঁরা যুক্তিবাদের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে। বিজ্ঞানীদের মতে, এ গুণটি ব্যক্তির সাধারণ বুদ্ধিমত্তা এবং শিক্ষাক্ষেত্রে বেশি পারদর্শিতা সম্পর্কে ইতিবাচক আভাস দেয়।

বাস্তবেও এমনটাই দেখেছেন তাঁরা। এক হাজার তরুণের ওপর গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পান, সম্মানজনক চাকরি আর ভালো আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে রাত জাগা ব্যক্তিরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফলের দিক থেকে তারা একটু পিছিয়ে। সেদিক থেকে বরং দিনের বেলায় ব্যস্ত শিক্ষার্থীরাই এগিয়ে। বিজ্ঞানীদের ধারণা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিনের বেলার কার্যক্রমের সঙ্গে ওই সব রাত জাগা ব্যক্তির সময়ের গরমিলেই এমনটা হয়।

গত রবিবার ব্রিটিশ দৈনিক দি ইনডেপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন, প্রয়াত পপ তারকা এলভিস প্রিসলি, প্রয়াত ব্রিটিশ রাজনীতিক উইন্সটন চার্চিলের মতো সফল ব্যক্তিদের কথা বলা হয়েছে। তাঁদের সবাই ছিলেন ‘রাত জাগা পাখি’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.