আমাদের কথা খুঁজে নিন

   

রাতজাগা কবিতা - আমার খুঁজে ফেরা গল্প____

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায়

বেশী কিছু নয়, একটা গল্পই তো লিখতে চেয়েছিলাম! অন্ধকারকে আলোর গান শোনানো কোন গল্প বিমর্ষতা মুছে দেওয়া নীল আনন্দের বুনো গল্প একদা অবাঞ্ছিতের প্রতিশোধের গল্প, বন্ধ জানালায় কড়া নাড়া মিষ্টি রোদের গল্প ! প্রেয়সীর নূপুরের গল্প, লেমোনেডে ভেসে চলা তপ্ত দুপুরের গল্প ! নীড়ে ফেরা পাখির গল্প বা কিশোরীর হাসির গল্প ! কিন্তু – চকচকে সাদা পাতায় যেন শুধু ব্যর্থতার শুন্যবৃত্ত আঁকলাম! বেশী কিছু তো নয়, মাত্র একটা গল্প লিখতে চেয়েছিলাম ! একটি গল্পের খোঁজে আমি আজ ক্লান্ত, শুনছো ? প্রতিরাতে অবরুদ্ধ স্বপ্নগুলোয় আমার দীর্ঘশ্বাস মিশে, ধমনীর আষ্টেপৃষ্ঠে জড়ায়। হারানো গল্পের নেশা আর বিনিদ্রার ঘুঙুর বাজিয়ে আমি যেন মৃত্যুর গন্ধ পাই। বেখেয়ালে- বেঁচে থাকার ইচ্ছেরা হামাগুড়ি দেয় কিছু একটা লিখার তাড়নায়। গল্প খুঁজে যাই, আমি গল্প খুঁজে বেড়াই....................... উৎসর্গ- প্রিয় কুনোব্যাঙ ভাইয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.