আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীসভায় ব্যাপক রদবদল তোফায়েল মহিউদ্দিন ইনু মেনন মজিবুল নতুন মন্ত্রী

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! আরো পাঁচ মন্ত্রী মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হচ্ছেন। এরা হলেন, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মহিউদ্দিন খান আলমগীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও হুইপ মুজিবুল হক। মহাজোটকে ধরে রাখতেই মন্ত্রিসভায় এ রদবদল হচ্ছে বলে সরকারের একটি শীর্ষ সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যে সরকারের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করে তৈরি থাকার কথা বলা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে মহাজোটের শরিক দলগুলো এক বৈঠকে সাম্প্রতিক সময়ের পাঁচটি বার্নিং ইস্যু নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচিতে ১১ দল ছাড়াও থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),গণ ঐক্য এবং সংসতি সমিতি। বুধবার বিকেলে রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে হলমার্কের কেলেংকারি, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ঋণ প্রত্যাহার, সংখ্যালঘু এবং আদিবাসীদের ওপর নির্যাতন এবং সারাদেশে অব্যাহতভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির মত ইস্যূ।

এর আগে দুবারের বৈঠকে সংহতি পার্টি এবং সাম্যবাদী দল এবং ন্যাপ উপস্থিত থাকলেও বুধবারের বৈঠকে এই দল তিনটির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে উপস্থিত নেতারা জানান, মহাজোট এখনই ভাঙছে না। নির্বাচনের হিসেব আরো পরে। সরকারি দলের নির্বাচনী ইশতেহারের ২৩ দফা এবং পরবর্তীতে বাম জোট ঘোষিত ১২ দফার দাবি আগের মতোই অটুট থাকছে। তারা কেবলমাত্র বার্নিং ইস্যুগুলোকে নিয়ে আন্দোলনে নামছে।

তাদের দাবি, চাইলে আওয়ামী লীগও তাদের এই আন্দোলনে যোগ দিতে পারে। মহাজোট সরকারের শরিক দলগুলোর সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার এ খবরে ক্ষমতাসীন দলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ভারত সফর করে আসার পর আগামি নির্বাচন এককভাবে অংশ নেয়ার ঘোষণা দেন। এর পর তিনি তার পার্টির নেতাদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বিরোধীদলগুলোর নানা দাবির প্রেক্ষিতে মহাজোট অক্ষুন্ন রাখতেও মন্ত্রিসভায় নতুন মন্ত্রী নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আওয়ামী লীগের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.