আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীসভায় রদবদল

আমি নিজের জন্য মন্ত্রিসভা স¤প্রসারণের পর পদ বণ্টনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মহীউদ্দীন খান আলমগীর। সাহারা খাতুনকে পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদল হয়েছে। নতুন মন্ত্রী হাসানুল হক ইনু তথ্য, মুজিবুল হক রেলপথ, এ এইচ মাহমুদ আলী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে ওমর ফারুক চৌধুরী শিল্প এবং আব্দুল হাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পুরনোদের মধ্যে রাজিউদ্দিন আহম্মেদ রাজুকে টেলিযোগাযোগ থেকে সরিয়ে শ্রমমন্ত্রী করা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন। খন্দকার মোশাররফের মতোই আব্দুর রাজ্জাক এখন শুধু খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ইনুকে তথ্যমন্ত্রী করায় আবুল কালাম আজাদের হাতে থাকল শুধু সংস্কৃতি মন্ত্রণালয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.