আমাদের কথা খুঁজে নিন

   

যারা ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর অথবা বিমানবন্দর ট্রেনে আসা যাওয়া করেন তাদের জন্য কিছু জানা অজানা তথ্য

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে যারা ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর অথবা বিমানবন্দর ট্রেনে আসা যাওয়া করেন তাদের জন্য কিছু জানা অজানা তথ্য । ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজট এবং ঢাকার কয়েকটি গুরুত্তপূর্ণ বাস্ততম সড়কের ওপর ফ্লাইওভার নির্মাণ কাজ চলাতে রাস্তা ঘাট সরু হয়ে পড়েছে যার ফলে আমরা যারা ঢাকা শহরের দুরপাল্লার চাকুরীজীবী তাদের জন্য বাসে চলাচল অনেকটাই কস্ট ও সময় সাধ্য ব্যাপার। বিশেষ করে যারা , মতিঝিল টু উত্তরা/টঙ্গি / গাজীপুর গিয়ে অফিস অথবা বেবসা বাণিজ্য করেন তাদের জন্য তো কথাই নেই । আমি নিজে ও একজন এই পথের পথিক, দীর্ঘ ৩ বছর ধরে এই পথে যাতায়ত করছি । সকলের জন্য তাই কিছু তথ্য জানিয়ে দেই ঃ বিঃ দ্রঃ – (আন্তঃ নগর ট্রেন ঢাকা স্টেশনের পর শুধু বিমান বন্দর স্টেশনে থামবে ) লোকাল ট্রেন – তেজগাঁও / বনানী / ঢাকার কমলাপুর থেকে ক্যান্টনমেন্ট / বিমান বন্দর যাতায়ত এর আনুমানিক সময়সূচী ঃ সকাল ঃ ৭ টা থেকে ৮ টার মধ্যে পাবেন অন্তত ৩ টি ট্রেন (আন্তঃ নগর) • ৮ টা ২০ মিনিটে আছে কর্ণফুলী এক্সপ্রেস যেটা ঢাকা থেকে বিমানবন্দর পর্যন্ত সকল স্টেশনে থামবে (বনানী বাদে) যারা ডি ও এইচ এইছ যেতে চান তদের জন্য তো জটিল।

• সকাল ৯ টায় পাবেন “রংপুর” এক্সপ্রেস যাদের অফিস দশ টা থেকে তাদের জন্য জটিল হবে। সকল ট্রেনের সময় সুচী সব সময় ঠিক থাকে না তখন যেন আমাকে গালি দিয়েন না। টিকিট সিস্টেম ঃ আপনি যাত্রার পূর্বে কাউন্টার থেকে আপনার নির্ধারিত গন্তবের টিকিট কাটতে পারেন, তাতে আপনার পোহাতে হবে নানা রকম জটিলতা । ভাড়া ঃ (আন্তঃ নগর ট্রেন – ৩০ টাকা । ঢাকা টু বিমানবন্দর লোকাল ট্রেন – ৬ টাকা ।

মাসিক টিকিট ঃ ঢাকা টু বিমানবন্দর পর্যন্ত মাসিক টিকিট প্রদান করে থাকে বাংলাদেশ রেলওয়ে , যে কোন ট্রেন – যখন তখন – যেখান থেকে মন চায় (ঢাকা টু বিমানবন্দর এর মধ্যে ) উঠা নামা করতে পারবেন । দাম – ১০০০ টাকা করে । লোকাল ট্রেন এর মাসিক টিকিট ঃ ৩০০ টাকা। কমলাপুরের ১৮-১৯ নম্বর কাউন্টারে পাবেন প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে । অবশ্যই যাবার সময় ২ কপি ছবি নিয়ে যাবেন ।

চুরি সিস্টেম ঃ কোন রকমে ফাঁক ফোঁকর দিয়ে কমলাপুর ঢুকতে পারলেই চলে, উঠে পরবেন যে কোন ট্রেনে, শুধু ট্রেনে কেউ টিকিট এর জন্য ধরলে ১০টাকা ধরিয়ে দিবেন, সব মাপ !! সতর্কীকরণ ঃ মোবাইল কোর্টে ধরা খাইলে চড়া দাম দিতে হবে । আমি নতুন ব্লগার ঃ লিখাটা ভালো লাগলে উৎসাহ দিতে ভুলবেন না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।