আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার ঈদ

বছরের এই সময়ের জন্যে খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি.......... না, ঈদ -এর জন্যে না .... জ্যামমুক্ত, দূষণমুক্ত ঢাকা নগরীর জন্যে... চলার পথে আমার পা মাড়িয়ে নির্বিকারভাবে অন্যকে হেটে যেতে দেখব না ..... নিজের পকেট মনে করে আমার পকেটে কেউ হাত ঢুকিয়ে দেবে না ..... আহা, কি অপার্থিব আনন্দ... আজ থেকে ১৬ কি ১৭ বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম, বাসে কিংবা রিক্সাতে... তখনও ঢাকা শহর এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি .... রিক্সাভ্রমন ছিল যথেষ্ট আনন্দদায়ক... বাসেও তেমন একটা ভীড় থাকত না....জীবনযাত্রা কতই সহজ ছিল! আর আজ! রাস্তায় বের হতেই অনেক চিন্তা করা লাগে... কারোর বাসায় কেউ বেড়াতে আসলে মানুষ বিরক্ত হয়.... সব কিছু কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে আজ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।