আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার ছড়া - অদল বদল



আবার সে হুড়াহুড়ি- সেই চিড়ে চ্যাপটা, কটা দিনে বদলালো ঢাকার সে ম্যাপটা। ঈদ ছুটি ,তারই সাথে দুটো দিন জুটিয়ে- লাখো লোক গিয়েছিল ঢাকা থেকে গুটিয়ে। তত দিন- আহারে! সব ফাঁকা ফাঁকা, যানজট, ধুলো নেই, কি মধুর ঢাকা। চলাচলে বাধা নেই যে-ই কোন কাজে- এত দ্রুত যাওয়া যায় জানা ছিল না যে। আবার বদলে গেলো সবে এলো ফিরে- ছুটির ধান্ধা শেষে কত কাজ ঘিরে। বাস, ট্রাক, গাড়ী, ভীড় ধুলো, বিষ হাওয়া- এই ঢাকা- সেই ঢাকা গেলো ফিরে পাওয়া। তাই ভাবি কোনদিন যদি পাওয়া যেতো, সবুজ মুগ্ধ ঢাকা- স্বপ্নেরই মতো। জ্যাম, ধোয়া, সন্ত্রাস রবে না সেখানে- সেই ঢাকা পেতে বড় সাধ জাগে মনে। চলো না চেষ্টা করি সেই ভরসায়, মনের মতোই ঢাকা হবে নিশ্চয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।